যে কোনো দেশের মানুষের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করা হলো সরকারের প্রথম কাজ । এই কাজে সরকার সফল না হলে পেটের দায়ে চোর তো চুরি করবে। আসল কথা এটাই আপু , অভাবে স্বভাব নষ্ট। তবে এই অভাব এর কারণ সরকার হলে সেই সরকার ব্যাবস্থা মোটেও সফল সরকার ব্যবস্থা নয়। এই চুরির দায় চোরকে পুরোপুরি দেওয়া যাবে না। সরকারকেও এর দায় ভার নিতে হবে।