You are viewing a single comment's thread from:

RE: চোর ধরা দেখার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 years ago

এই বয়সে এরকম প্রফেশন বেছে নিয়েছে তার মানে বুঝে নিতে হবে হয়তো পারিবারিক শিক্ষার অভাব আছে অথবা আশেপাশের মানুষদের থেকে খারাপ কিছু গ্রহণ করেছে। যদিও গাছ বেয়ে বিল্ডিংএ উঠে, তারপর ঘরের ভেতর থেকে চুরি করার এই ব্যাপারটা আমাদের এখানেও বেশ প্রচলিত। যাই হোক, আগে চুরি হওয়া আইফোন এবং বর্তমানে চুরি হওয়া সব কিছু ফেরত পাওয়া গেলেই হল। যদিও এদের মারধর না দিলে স্বীকার করতে চায় না কোন কিছু, এমন ভাবে ট্রেনিং দেওয়া থাকে। আসলে আপু, একে দেখে আমার নিজেরও কিন্তু মায়া হচ্ছে, তবে কি আর করা যাবে।

Sort:  
 2 years ago 

আসলে ভাইয়া এই সব মানুষের পারিবারিক শিক্ষার অনেক অভাব রয়েছে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

পারিবারিক শিক্ষার পাশাপাশি হয়তো পরিবারে অভাবও রয়েছে। একটা কথা আছে না আপু, "অভাবে স্বভাব নষ্ট"। এদের অবস্থা হয়েছে তাই। হয়তো অভাবের কারণেই অল্প বয়সে, চুরির স্বভাবটা তাদের মধ্যে জন্মে গেছে।