পোস্ট টা খুব সুন্দর লিখেছেন দিদি। আপনার পোস্ট পড়ছিলাম আর মনে হচ্ছিল, যেন বৃষ্টি ভেজা একটি দিনের গল্প পড়ছি। তবে আমাদের এখানেও ওই একই ব্যাপার হয়েছিল। প্রথমে অল্প একটু বৃষ্টি হয়েছিল তারপর গতকাল রাতে দেখলাম সারারাত ধরে বৃষ্টি হয়েছে। এখন প্রকৃতি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। আমার বাড়ির ছাদেও কিছু ফুলের গাছ রয়েছে, ওইগুলোতেও আর জল দিতে হলো না, বেঁচে গেলাম। হা হা হা...
সত্যি তাই দাদা বৃষ্টি হলে ফুলের গাছে জল দেয়া থেকে বেঁচে যাওয়া যায়।
দিদি, বৃষ্টি হলে একটু ফাঁকিবাজি করা যায় আর কি!🤭🤭 নিয়মিতভাবে গাছে জল দেওয়া কিন্তু অনেকটাই কঠিন কাজ।