এই কথাটা একদমই ঠিক দিদি, ছোটবেলায় বজ্রপাত হলেও তেমন কিছু মনে হতো না, বাইরে খেলাধুলা করে বেড়াতাম। আর এখন ঘর থেকে বেরোতে ভয় করে। তবে আমিও ছোটবেলায় অনেক বৃষ্টিতে স্নান করেছি । আপনার শৈশবের সাথে আমার শৈশবেরও বেশ খানিকটা মিল রয়েছে। কারণ আমাদের একটা বড় আমের বাগান ছিল, সেখানে বসে কত যে আম মাখা খেয়েছি, তার কোনো হিসাব নেই। অনেক ভালো লাগলো দিদি, আপনার শৈশবের কাহিনী কিছুটা জানতে পেরে।
আমার সাথে আপনার শৈশব মিলে গেছে জেনে খুব ভালো লাগলো। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আমাদের বয়সী সবার শৈশবই মোটামুটি একই ধরনের ছিল দিদি। এই জন্য আমাদের ফেলে আসা শৈশবের অনেক কিছুই অনেকের সাথে মিলে যায়।
ঠিক বলেছেন ধন্যবাদ মন্তব্য করার জন্য।