বন্ধুরা , আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ফটোগ্রাফি মুলক পোস্ট শেয়ার করব। আমার আজকের শেয়ার করা ফটোগ্রাফিটি হলো স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি। স্পাইডার লিলি যা অনেকে মাকড়সার লিলি নামেও চিনে থাকে। এই ফুলটি সবচেয়ে চমকপ্রদক বৈশিষ্ট্য হলো এর আকৃতি। মাকড়সা লিলি বলার কারণ হলো মাঝখানে সাদা পাপড়ি এবং তার চারিদিকে ছয়টি লম্বা লম্বা সাদা পাপড়ির মত যা মাকড়সার ছড়ানো পা মতন দেখা যায়। আর যা দেখতে অনেকটাই মাকড়সার মত লাগে। এই স্পাইডার লিলি শুধু সৌন্দর্য নয় এর রয়েছে অনেক ঔষধি গুনাগুন। এর কিছু অংশ আয়ুর্বেদে ব্যবহৃত হয় চিকিৎসার উপাদান হিসেবে। এই ফুলগুলো বৃষ্টির মৌসুমী সবথেকে বেশি ফুটে থাকে। ফুল থেকে খুবই মিষ্টি একটা সুগন্ধ ছড়ায়। মূলত বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ফুল গাছগুলো লাগানো হয়ে থাকে। আমার আজকের শেয়ার করা স্পাইডার লিলি ফুলটির আশেপাশে প্রাকৃতিক ঘাস ও এর সবুজ পাতা এ সৌন্দর্যকে এবং চারপাশের প্রকৃতিকে যেন আরও প্রাণবন্ত করে তুলেছে।মিষ্টি ঘ্রাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য বাগান, অফিস, পার্ক,রাস্তা-ঘাট ও বিভিন্ন প্রতিষ্ঠান শোভা পায় এই ফুল গাছ। এই ফুল গাছ দেখতে অনেকটা আনারস গাছের মতো। তবে গাছের পাতাগুলো আনারস গাছের পাতার মত কাঁটাযুক্ত ও শক্ত নয়। যাইহোক, আমার আজকের শেয়ার করা এই স্পাইডার লিলি ফুল গাছটির ফটোগ্রাফি আমি আমার বাড়ির পাশে একটি রাস্তা থেকে করেছি। আজকে সকাল বেলা সেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে এই গাছটি আমার চোখে পড়ে। এর আগেও অনেকবার এই গাছটি আমার চোখে পড়েছে কিন্তু ফটো তোলার সময় হয়ে ওঠেনি বিভিন্ন ব্যস্ততার কারণে। তাই আজকে সকাল বেলা এই রাস্তা দিয়ে যাওয়ার পথে আমি এই গাছ থেকে কিছু ফটোগ্রাফি করে নেই। যা আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমার আজকে শেয়ার করা এই স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি গুলো দেখে নেওয়া যাক।





🎨পোস্ট বিবরণ🎨
শ্রেণী | ফটোগ্রাফি |
ডিভাইস | Samsung Galaxy M31s |
ফটোগ্রাফার | @ronggin |
লোকেশন | বারাসাত, ওয়েস্ট বেঙ্গল। |
বন্ধুরা, আজকে শেয়ার করা এই পোস্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।
ধন্যবাদ সবাইকে

আমার পরিচয়
আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷


Upvoted! Thank you for supporting witness @jswit.
এ তো দেখছি নতুন একটি ফুল। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে স্পাইডার লিলি ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ফটোগ্রাফি টি দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।
স্পাইডার লিলি ফুলগুলো আমার খুব পছন্দের। এই ফুলগুলো আমাদের ছাদের মধ্যে আছে। প্রতিদিন বিকেল বেলায় ফুলগুলো এনে পানির মধ্যে রেখে দেই। রাত্রে অনেক সু ঘ্রাণে বের হয় ।ভালোই লাগে। পুরো ঘর ঘ্রাণে ভরে যায়। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।
লিলি ফুলের মাকড়সার মত ফুলের আঁশ দেখলে ভালো লাগে অন্যরকম। তবে আজকে আপনি চমৎকার লিলি ফুলের ফটোগ্রাফি করেছেন। তবে এই ফুলগুলো খুব কমে দেখা যায় আমাদের এদিকে। ধন্যবাদ বিভিন্ন অ্যাঙ্গেলে লিলি ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।