You are viewing a single comment's thread from:

RE: স্বরচিত নতুন একটি কবিতা " চালাকের রাজত্ব "

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদার প্রথম পোস্টে পরিবারের খুব কাছের মানুষের অসুস্থতার খবর টা দেখে সত্যিই খুব চিন্তিত হয়ে পড়েছিলাম বৌদি। তবে আজকে আবার দেখলাম এখন অনেকটাই বিপদ মুক্ত। আমার মনে হয় এটা আমাদের এই পরিবারের সবার জন্যই অনেক স্বস্তির একটা খবর।

বৌদি আমি জানিনা এই লেখাটা পারিপার্শ্বিক কোন ঘটনার সাথে মিলিয়ে আপনি লিখেছেন। তবে এতটুকু বলতে পারি আমার নিজের জীবনের সাথে ও কেন যেন খুব মিলে যাচ্ছে এই লেখাটা। আপনার লেখার সবথেকে বড় দিক হলো বাস্তবতা গুলোকে একদম আঙ্গুল দিয়ে তুলে ধরেন সব সময়। একটা মানুষের মন সেই মাপের সরল না হলে কখনই এভাবে লেখা সম্ভব নয়।

সত্য চিরন্তন সাময়িক মিথ্যার বিচরণ,
চালাকির শেষ বোকার হাতেই পরিশেষ।

সবশেষ এই লাইন দুটো পৃথিবীর সব মানুষকে উৎসর্গ করলাম।