You are viewing a single comment's thread from:

RE: অনুভূতির গল্প- হৃদয়ের টানে কোলকাতা (পর্ব-০৫)

in আমার বাংলা ব্লগ2 years ago

হোটেল আইটিসি রাত্রে বেলায় ফ্লাইওভারের উপর থেকে দেখতে এত চমৎকার লাগে হাফিজ ভাই 😀👌👌👌। আমি তো মোটামুটি পাঁচ থেকে ছয় বার শুধুমাত্র ওই দৃশ্যটা দেখার জন্যই ফ্লাইওভারের উপর দিয়ে পাকাপাকি করেছি 😉। সবশেষে মুড পরিবর্তন যে হয়েছিল এটা কিন্তু দারুণ ছিল 😀। আসলে এখানে সবাই ভীষণ হাস্যোজ্জ্বল মানুষ, তাই মন খারাপ করে রাখার কোন অপশনই আপনি পাবেন না। হিহিহিহি। আর উইঙ্কলেস দাদা সম্ভবত ডায়েটে আছেন। তা না হলে দাদার খাওয়া দেখলে আপনি নিজেও চোখ উপরে তুলে দিতেন 🤪। খুব ভালো লাগছিল লেখাগুলো পড়তে। একদম যেন মিশে গিয়েছিলাম ভেতরে।