বড়দি এই খাবারটা আমার মা বেশ পছন্দ করেন। আমি অবশ্য মিষ্টি কুমুড়ের বিচি ভাজি খেতে ভালোবাসি। মা দেখেই বলছে, ইস কবে থেকে খাওয়া হয় না। মা বললো কালোজিরা দিয়ে কখনো করে দেখে নি। তাই এরপরের বার কালোজিরা দিয়ে ট্রাই করবে। আর রেসিপিটার জন্য আমার মায়ের পক্ষ থেকে অনেক ধন্যবাদ বড়দি।
মাসি মার পছন্দের খাবার জেনে খুবই ভালো লাগলো।কালোজিরা দিয়ে করলে খেতে অনেক সুস্বাদু হয় ছোড়দা।মাসি মা'কে আমার প্রণাম জানাবেন ছোড়দা।🙏🙏🙏❤️❤️