নামটা বেশ ইউনিক রেসিপিটার 👌। তবে খাই নি তো কখনোই। সব মজার জিনিস গুলো এক সাথে করে বানানো। খেতে যে মজা হবে এটা একদম শতভাগ নিশ্চিত। প্রথমে ভেবেছিলাম বানাতে ঝামেলা বোধ হয় অনেক বেশি। কিন্তু সেটা নয়। আমার তো বেশ ভালো লাগলো সত্যি। তবে নিজে ট্রাই করার মত ভুল আমি জীবনেও করব না 🤪। বাড়ির পাশে হলে বিনা নিমন্ত্রণে চলে যেতাম 😊
অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ। তবে কথাটা শুনে খুবই হাসি পেল" একদমই ঝামেলা হীন একটি রেসিপি হওয়া সত্ত্বেও আপনি ট্রাই করার মতন ভুল করবেন না " হা হা হা। দারুন ছিল লাইনটা। বাড়ির পাশে হলেও একটি ছোট টুকরো দিতাম, বেশি বড় টুকরা দিতাম না😆🙈।
আসলে অন্য সব কিছু আমার সাথে ম্যাচ খেলেও, এই রান্না ব্যাপারটা আমার জোড়ালো প্রতিদ্বন্দ্বী,, আমাকে ভুল করেও জিততে দেবে না 😅😅 । আর আমি কিন্তু খুব অল্পতেই সন্তুষ্ট সব সময় 😊
বাহ্ তাহলে তো ভালোই হলো 🌚।