ওহ্ বসের পোস্টে আমি ,,,,, ফিলিং সেলিব্রিটি 🥰🥰🥰। আসলে এতটা গরম ছিল যে সুস্থ ভাবে আর ঠান্ডা মাথায় দাড়িয়ে কথা বলায় মুশকিল হয়ে যাচ্ছিল। আর মানুষের ভিড় যেন মৌমাছির থেকেও বেশি ছিল। সে যাই হোক,, আমার জন্য মনে রাখার একটা মুহূর্ত ছিল পুরোটাই। যদিও ঘেমে আমার মেক আপ করা আটা ময়দা সুজি সব উঠে গেছে 😅। হিহিহিহি,, ভাই বোনদের সম্পর্কে কখনো ধন্যবাদ আসে না। তাই ঐদিকে নাই বা গেলাম। এমন কিছু মুহূর্ত গুলোর জন্যই আমাদের বেচেঁ থাকা, ভালো থাকা। এমন মুহূর্ত আরো ফিরে আসুক আমাদের মাঝে, আর সম্পর্ক টাও ভালো থাকুক, এটাই চাওয়া। ❤️❤️।
আজ অনেক ভালো করে মন্তব্য করে দিলাম কিন্তু আপু 😉😉😉😉
গরম হলেও গল্প করতে বেশ ভালই লাগছিলো। যদি আবহাওয়া একটু ভালো হতো আর এত লোকের ভিড় না থাকতো তাহলে আরও কিছুক্ষণ গল্প করা যেত। ভালোই সময় কেটেছিল । ধন্যবাদ ভাইয়া কষ্ট করে আসার জন্য।