You are viewing a single comment's thread from:

RE: দুশ্চিন্তার কয়েকটা ঘন্টা

যাক শেষ পর্যন্ত যে কাজটা সফলভাবে হয়েছে এটাই অনেক। আমাদের বাড়ি যখন টিউবয়েল পোতা হয়েছিল তখন বেশ খানিকটা গিয়ে পাইপে পাথর আটকে যায় পরবর্তীতে প্রায় একদিন অতিরিক্ত সময় লেগেছিল শুধু পাথরটা কেটে পাইপ ভেতরে ঢোকানোর জন্য। তবে শেষ পর্যন্ত আমাদের কলেও জল ওঠে। এইবার তুমি একটা কাজ করতে পারো নির্মাল্য দা, দিনে ৩-৪ বার স্নান করো, আর পাঁচ মিনিট পর পর জল খেতে থাকো। হা হা হা...