You are viewing a single comment's thread from:

RE: সহজ সরল কোমল শান্ত মন, মাঝে মাঝে হয়ে ওঠে স্বার্থপরতার আবরণ।

আসলে আমাদের সবার মনের ভিতরেই অনেক কষ্ট লুকিয়ে থাকে। তবে আমরা সেটা খুব সহজে প্রকাশ করতে চাইনা অন্যের কাছে। এর কারণ হলো, আপনি যার সাথে আপনার কষ্টের কথা বলবেন, সে আপনার উপকার করার থেকে উপহাস করবে বেশি। আর জীবনে সার্থপর হওয়াটা খুব গুরুত্বপর্ণ। সেটা না হলে আমি অন্যের থেকে শুধু প্রতারণাই পাবেন।

Sort:  
 3 years ago 

অনেক ধন্যবাদ খুব চমৎকার একটা মন্তব্য প্রধানের জন্য।