You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ মম খাওয়ার ইচ্ছা। 10% beneficiary to @shy-fox

আপনার মেয়েকে বোধ হয় আজকেই প্রথমবার দেখলাম, খুব মিষ্টি দেখতে হয়েছে তো। 😊

আসলে মোমো আমার সবথেকে পছন্দের খাবারের আইটেম। সপ্তাহে অন্তত যদি একদিন মোমো না খাই তাহলে রীতিমত আমার জ্বর চলে আসে এরকম অবস্থা। যদি বাইরে গিয়ে খেতে না পারি তাহলে ঘরে বানিয়ে খাই। তবে ওখানেও তো দেখছি মোমো বেশ সস্তায় পাওয়া যায়। আমাদের এখানে ভালো কোন রেস্টুরেন্টে মোমো খেতে গেলে বেশ টাকা নেয়। তবে ফুটপাতে দোকানগুলোতে মোটামুটি ৩০-৪০ টাকায় পাওয়া যায়।