You are viewing a single comment's thread from:
RE: সমুদ্রের শুঁটকি মাছের ভুনা রেসিপি
একসময় শুটকি মাছ দেখলে গন্ধে তার ধারে যেতে পারতাম না, খাওয়া তো দূরের কথা। তবে ইদানিং এমন হয়েছে, শুটকি মাছ আমার খুবই পছন্দের একটা খাবারের আইটেম হয়ে গেছে। বিশেষ করে লইট্টা শুটকি তো আমার অনেক বেশি পছন্দের। আপনার রেসিপিটা নতুন নয় আমরা কমবেশি বাড়িতে এরকম করে বানিয়ে খাই। তবে দেখতে এবং আপনার উপস্থাপনা অসাধারণ ছিল যেটার জন্য পোস্টটা আরো অনেক বেশি প্রাণবন্ত লাগছে।
ভাইয়া আপনার সাথে আমার মিল রয়েছে অনেকটা। আমার কাছে প্রথম অবস্থায় শুঁটকি দেখলে অসহ্য লাগতো এখন মোটামুটি খেতে পারি।আর সমুদ্রের মাছ হলে তো সেই মজা লাগে।