এই খেলা কে আপনার কিন্তু হালকা ভাবে নেবেন না।
আচ্ছা ঠিক আছে ব্যাপারটা খুব সিরিয়াসলি নিলাম।
আর এই প্রধান অতিথি গুলো হয়েছে যত ভেজাল। এদের টাইম দেওয়া হয় সকালে এরা আসে বিকেলে। এটা শুধুমাত্র আপনাদের ওখানে না, আমাদের এখানেও ওই একই অবস্থা।
হেরে যাওয়ার কারনে কষ্ট পাওয়ার কিছু নেই, পরের বার দেখিয়ে দেবেন এরকম একটা মনোভাব নিয়ে প্রস্তুতি শুরু করে দেন আগে থেকে। হা হা হা...