রেস্টুরেন্টের ডেকোরেশন টা আমার কাছেও বেশ ভালো লেগেছে। তবে বড় ভাই যেহেতু খাইয়েছে তাহলে আর একটু বেশি বেশি করে অর্ডার দিতে পারতেন। হা হা হা.. যদিও আমার চাইনিজ আইটেমের প্রতি খুব বেশি একটা ইন্টারেস্ট নেই, বাঙালি খাবার খেতে গিয়ে আমি বেশি পছন্দ করি। তবে ভাই বোনরা একসাথে খেয়েছেন, আড্ডা দিয়েছেন এটাই অনেক আনন্দের ব্যাপার।
আসলে ভাই আপনার মত আমারও চাইনিজের প্রতি আর আকর্ষণ কাজ করে না একদম। তাই বোনরা যা খেয়েছে সেদিকেই আমি তাল দিয়েছি হিহিহিহি। তবে সময় টা সত্যিই ভালো কেটেছে।