ওরে ভাই রে ভাই এটা কি লিখেছেন....?😍 অনেক অনেক দিন পর মনের মতো একটা কবিতা পড়লাম। আসলে আজকের কবিতাটা পড়ে এত সুন্দর লাগছিল যে প্রশংসা করলেও হয়তো অনেকটা কম হয়ে যাবে। বিশ্বাস করেন মন থেকে বলছি, অসাধারণ সুন্দর হয়েছে কবিতাটা।
ওরে ভাই রে ভাই এটা কি লিখেছেন....?😍 অনেক অনেক দিন পর মনের মতো একটা কবিতা পড়লাম। আসলে আজকের কবিতাটা পড়ে এত সুন্দর লাগছিল যে প্রশংসা করলেও হয়তো অনেকটা কম হয়ে যাবে। বিশ্বাস করেন মন থেকে বলছি, অসাধারণ সুন্দর হয়েছে কবিতাটা।
ভাই আসলে লিখতে বসলে আমার নিজের বর্তমান টাই বেশি মাথায় চলে আসে। আর ওসবই লিখে ফেলি একটু ভিন্ন ভাবে। বিশ্বাস করেন এর বেশি এক্সট্রা কোন গুণই নেই আমার। তবে এমন সুন্দর মন্তব্য গুলো ভালো লাগাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় সত্যি।