"ডেট বার" একা খেলে হবে...? আমাদেরও তো মাঝে মাঝে বানিয়ে খাওয়াতে পারো। 🤭
তবে তুমি এই জিনিস তৈরিতে যে যে উপকরণ দিয়েছো বিশেষ করে কিসমিস, বাদাম, খেজুর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে টেস্ট কেমন হতে পারে। আমার তো দেখেই লোভ লেগে গেল, না জানি খেতে কেমন হয়েছে।
আসো আসো নিয়ে যাও। একা একা খাব না তবে 🤭।
হ্যাঁ, এই রেসিপিটির টেস্ট অনেক ভালো হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।