সিয়াম ভাই এই সাদা ঘোড়ার গল্প আর গলাকাটা ঘোড়ার গল্প আমি নিজেও ছোটবেলা অনেক শুনেছি আমার ঠাকুমার মুখে। তবে আপনার মনে হয় ওই সময় হ্যালোসিনেশন হচ্ছিল। যেহেতু দাদীর মুখে গল্প শুনেছিলেন এজন্য হয়তো ওরকম কিছু একটা কল্পনায় দেখেছিলেন। তবে সত্যিও হতে পারে, আমি আবার তেমন ভুতে বিশ্বাস করি না। তবে আপনার কাঁথা মুড়ি দেওয়া উচিত হয়নি, ঘোড়াটা কাছে আসলে রেখে দিতে পারতেন ভবিষ্যতে কাজে লাগতো। হা হা হা...