You are viewing a single comment's thread from:

RE: সামাজিক স্তরবিন্যাসের চরম খেলা || মানুষকে মাপা হয় টাকার ওজনে (১০% স্বত্বভোগী লাজুক খ্যাঁক 🦊)

"মানুষ তুমি মানুষ বটে
মানুষ হয়েছো কোলে পিঠে
সমাজ তোমায় ছাড়েনি তবু
ঘৃন্যতার বাস্তু পিঠে"

আপনার এই চারটি লাইন আমার খুব পছন্দ হয়েছে। ভাই আসলে এ থেকে পরিত্রাণের কোন উপায় নেই। কারন মানুষ জন্মগতভাবেই বিভাজন প্রিয়। মানুষ নিজের অবস্থান দিয়ে অন্যকে বিচার করে। আর এটা তার মজ্জাগত। মানুষ যতদিন অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া না শিখবে। ততদিন এই সমস্যা থেকে যাবে। আপনি খুব চমৎকার কিছু বিষয় নিয়ে লিখেছেন। ধন্যবাদ আপনাকে।

Sort:  
 4 years ago 

ধন্যবাদ ভাই আপনার সুন্দর মন্তব্যের জন্য 🥀।
ভাই বিভাজন থাকবে একথাটি আমার মানতে খুব কষ্ট লাগে। যাক তবে নিজেদের আগে শুধরাতে হবে এবং নিজের ঘর থেকেই তা শুরু করতে হবে। তাহলেই একদিন না একদিন পরিবর্তন আসবেই।
ভালো থাকবেন ভাই 💗