You are viewing a single comment's thread from:
RE: প্রথম কবিতা ।। জোনাক নিয়ে এসো প্রিয় ।। ১০% For Shy-fox
আপনি তো বেশ ভালো লেখেন। কবিতাটি আমার কাছে চমৎকার লেগেছে। নিজের প্রিয়জনকে আপনি বেশ গভীর ভাবে ভালবাসেন বোঝা যাচ্ছে। তার বিরহেই তো এরকম কবিতা তৈরি হয়েছে।
শুধু তিনটি বানান ভুল হয়েছে। এটা হতেই পারে। তবে চেষ্টা করবেন পোস্ট সাবমিট করার আগে পুরো পোস্টটায় একবার চোখ বুলাতে। তাহলে ভুলের পরিমাণ শূন্যের কোঠায় নেমে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
স্নিগ্ধ মনমুগ্ধকর হাজার ফুলের শুভেচ্ছা আপনার জন্য ভাইয়া । অনুপ্রেরণাময় সুন্দর একটি কমেন্ট করেছেন । চলার পথের পাথেয় হিসেবে গ্রহণ করলাম ।
আর ভাইয়া শিক্ষামূলক উপদেশ এর জন্য অসংখ্য ধন্যবাদ ।