ক্রিয়েটিভ রাইটিং - নিষ্ঠার সাথে কাজ করা উচিৎ।

in আমার বাংলা ব্লগ2 months ago

আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভাল আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করব, যার মূল বিষয়বস্তু হচ্ছে নিষ্ঠার সাথে কাজ করা।


man-5557864_1280.jpg

Photo Source

‎মানুষ নিজেদের প্রয়োজনে বেঁচে থাকার তাগিদে হোক, কিংবা অন্য কোন কারণে, কোন না কোন কাজের সাথে জড়িত। কেউ নিজের কাজ নিজে করে। কেউ অন্য কারো অধীনে কাজ করে। কেউ অন্য কারো জন্য কাজ করে। কিন্তু আমরা সবাই কাজ করি। যারা কাজ করেন তারা শয়তানিতে জড়িত। কারন আমরা যা ছোটবেলা থেকেই শুনে এসেছি,

অলস মস্তিষ্ক শয়তানের কারখানা।

‎কিন্তু এখন এমন হয়েছে, যারা কাজ করে তারাও শয়তানের আখড়া হয়ে গিয়েছে। কারণ তারা ঠিক ভাবে কাজ করেনা। তারা কাজে ফাঁকি দেয় কিংবা মনোযোগ দিয়ে কাজ করেনা। অর্থাৎ, কাজে তাদের কোন নিষ্ঠা নেই। নিষ্ঠাহীন কাজকে পুরোপুরি কাজ বলা যায়না। কারণ এখানে থাকে শুভঙ্করের ফাঁকি।

‎আমি ব্যক্তিগত জীবনে একটি বিষয় লক্ষ্য করেছি। তা হচ্ছে, যারা পরিশ্রমী, তারা জীবনের কোন না কোন এক সময় সফল হয়েছে। কিন্তু যারা ফাঁকি দিয়েছে, তারা হয়তো সাময়িকভাবে নিজেদেরকে সফল মনে করে। কিন্তু একপর্যায়ে দেখা যায়, তাদের সমগ্র জীবনটাকে তারা নিজেরাই ফাঁকি দিয়েছে। যখন তারা এই বিষয়টা বুঝতে পারে তখন এত দেরি হয়ে যায় যে তারা আর ফিরে আসতে পারেনা। অর্থাৎ, তারা চূড়ান্ত রকমের বিফল থেকে যায়।

‎যারা নিষ্ঠা এবং সততার সাথে কাজ করে, তারা সফল হয়। কারণ তারা যদি নিজের কাজ করে, তাহলে এমনিতেই সফল হবে। আর তারা যদি অন্য কারো জন্য কাজ করে, তাহলে তার জন্য সকলেই শুভকামনা জানায়, সবাই তার ভালো চায়। মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। তার কদর বৃদ্ধি পায়, এবং একপর্যায়ে তার সফলতার সম্ভাবনাও বৃদ্ধি পায়।

‎যারা কাজে ফাঁকি দেয়, কোন না কোন এক সময় তা প্রকাশ হয়েই যায়। আর তখন তাদের দুঃসময় শুরু হয়ে যায়। তারা আর কাজ পায়না। যদি নিজেদের কাজ করে তাহলে স্বভাবতই তারা নিজেদের ধ্বংস নিজেরাই ডেকে আনে। এখানে অন্য কারো হাত থাকে না। এজন্য আমাদের সকলেরই উচিৎ সকল কাজই নিষ্ঠা এবং সততার সাথে করা। কাজ যত ছোটই হোক কিংবা যত বড় হোক, নিষ্ঠাহীন কাজ কখনো ভালো ফলাফল বয়ে আনে না।


newsss.png

Sort:  
 2 months ago 

খুবই সুন্দর রিমাইন্ডার একটা আমাদের জন্যে। অনেকে ফাকিবাজি করে বা নিষ্ঠার সংগে কাজ না করেও আপত দৃষ্টিতে সফল হয়েছে বলে প্রতিয়মান হয় আমাদের সামনে কিন্তু আসলে সেটা স্থায়ী হয় না। যেমনি বলেছেন আপনি, কোন একদিন তারা ধরা খাবেনই!

তাই আমাদের সবারই উচিত হবে যেটাই করি আন্তরিকতা এবং আমানতদারীতার সাথে করা।

ভাল থাকুন!

 2 months ago 

ঠিক বলেছেন। ধন্যবাদ ভাই।

 2 months ago 

"কোনো কাজই ছোট নয়, বরং কাজের প্রতি দৃষ্টিভঙ্গিই বলে দেয় আপনি কতটা বড় মনের মানুষ। নিষ্ঠা ও সততার সাথে করা প্রতিটি কাজই একদিন সফলতার বীজ রোপণ করে। আর যাদের কাজের মাঝে থাকে ফাঁকি ও দায়িত্বহীনতা, তারা এক সময় নিজেরাই নিজেদের জীবনের দরজা বন্ধ করে দেয়। অলসতা যেমন শয়তানের কারখানা, তেমনি নিষ্ঠাহীন কর্মও ধ্বংসের ইঙ্গিত বহন করে। তাই জীবনের প্রতিটি পদক্ষেপে উচিত সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধকে সঙ্গী করে এগিয়ে চলা। সাফল্য তখন আর দূরে থাকেনা।"

 2 months ago 

খুব ভালো বলেছেন ভাই। ধন্যবাদ আপনাকে।