ফেসবুক না চালানোয় আমার কি সুবিধা এবং কি অসুবিধা হয়েছে!
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি। কেমন আছেন আপনারা? আশা করি ভাল আছেন। আজ আমি আপনাদের সাথে নিজের একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে ফেসবুক কেন আমি চালাই না এবং এতে করে আমার কি সুবিধা ও কি অসুবিধা হচ্ছে তা নিয়ে।

শুরুতেই মহীনের ঘোড়াগুলো ব্যান্ডের একটা গানের লাইন দিয়ে শুরু করতে চাই। তাদের বিখ্যাত একটি গানে তারা গেয়েছেন,
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর ক্যাবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
ঠিক এটাই ঘটছে বর্তমানে। সমগ্র পৃথিবীটাই এখন আমাদের হাতের মুঠোয়। পৃথিবীর যেকোনো প্রান্তে ঘটা যে কোন খবর আমরা মুহূর্তের মধ্যে জানতে পারি। যার অন্যতম একটি বড় উপায় হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুককে ধরা যায় শীর্ষ একটি মাধ্যম। কিন্তু আমি বিগত কয়েক মাস ধরে ফেসবুক চালাই না। আমি আপাতত কারণগুলো ব্যাখ্যা করছি না। তবে ফেসবুক না চালানোর কারণে আমার কি কি সুবিধা হয়েছে এবং কি কি অসুবিধা হয়েছে তা আমি আপনাদেরকে বলছি।
একটা সময় টিভিতে টকশো দেখতাম। যেখানে টিভিতে আসা অতিথিরা যথেষ্ট বিচক্ষণ, বিজ্ঞ, এবং বুদ্ধিমান ছিল। তাদের মতামত শুনতে উদগ্রীব থাকতাম। কিন্তু বর্তমানে সবাই ফেসবুকে মতামত দিচ্ছে। বাকস্বাধীনতার নামে সবার মতামত তো আমার জানার দরকার নেই। তাদের এই বস্তাপচা, মুণ্ডহীন, আবর্জনার মত মতামত আমার দেখার ইচ্ছা হয়না। ফেসবুক বন্ধ করে দিয়েছি। এখন বেশ শান্তিতে আছি।
ফেসবুক একটি সময় নষ্টকারী মাধ্যম। আগে ফেসবুকে ভিডিও ছিলনা। যা ছিলো তা খুবই কম ছিল। কিন্তু ফেসবুকও ইউটিউবের মতো মনিটাইজেশন অন করায় যেনতেন কনটেন্ট এর অভাব নেই। তাদের এইসব কুরুচিকর, সস্তা কন্টেন্টে ফেসবুক সয়লাব হয়ে গেছে। তাছাড়া কিছু ভালো কন্টেন্ট আছে যা চোখের সামনে আসলেই দেখতে মন চায়। এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। কিভাবে সময় বাঁচানো যায় ভাবতে ভাবতে আমি ভাবলাম ফেসবুকটাই বন্ধ করে দেই। তাহলেই সমস্যার সমাধান।
ফেসবুক না চালানোর কারণে দেশের অনেক তথ্য সম্পর্কে আমি অজ্ঞাত থাকি। শহরে থাকি বলে গ্রামের বিশেষ ঘটনাগুলো জানার একমাত্র মাধ্যম ছিল ফেসবুক। কিন্তু সেটা বন্ধ থাকায় আমি অনেক খবরই জানতে পারিনা। এবার বহুদিন পর গ্রামে গিয়ে জানলাম এই সময়ের মধ্যে আমার পরিচিত তিনজন ব্যক্তি মারা গিয়েছেন। ফেসবুক থাকলে সংবাদটা আগেই শুনতে পারতাম। অনেক ছোট ভাই বিদেশ চলে গিয়েছে। যা আমি জানতাম না। ফেসবুক থাকলে জানতে পারতাম।
প্রিয় আমার বাংলা ব্লগের সদস্যগণ। এই ছিল ফেসবুক না চালানোর কারণে আমার সুবিধা ও অসুবিধাগুলো। আরো অনেক কিছুই রয়েছে। আজ আর সেগুলো না বললাম। ধন্যবাদ সবাইকে।

Link 1: https://x.com/akib_66/status/1912562945680400660
Link 2: https://x.com/akib_66/status/1912830648915837200