জেনারেল রাইটিং- সঙ্গী নির্বাচনে সতর্ক হওয়া উচিৎ।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনার? আশা করি সকলেই ভাল আছেন। আপনাদের সাথে আজ একটি জেনারেল রাইটিং শেয়ার করব। যার মূল বিষয়বস্তু হচ্ছে সঙ্গ।

বিখ্যাত মনীষী শেখ সাদী বলেছিলেন,
সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ।
এই কথার সাথে মিল রেখে আরো একটি কথা বেশ প্রচলিত রয়েছে,
সঙ্গদোষে লোহা ভাসে।
অর্থাৎ জীবনে চলার পথে আপনি যাদের সাথে থাকবেন, যাদের সাথে চলবেন, যাদের সাথে ওঠাবসা করবেন, যাদের সাথে পরামর্শ করবেন, তাদের মানসিকতাই আপনার মধ্যে প্রতিফলিত হবে। যদি তারা সৎ হয়, তাহলে আপনার জীবনযাপন, আপনার মনোভাব, আপনার প্রচেষ্টা, সবকিছুই সব হবে সৎ। আর যদি আপনি অসৎ সঙ্গে থাকেন, তাহলে তার উল্টোটি ঘটবে।
একটি দেশের রাজা যদি সৎ হয়, তাহলে সেই দেশের অন্যান্য যারা রয়েছেন, অর্থাৎ মন্ত্রী, সেনাবাহিনী এবং অন্য যারা রাজকর্মচারী রয়েছেন, তারাও সৎ-ই হবে। রাজ্যের প্রজারাও সৎ ভাবে জীবন যাপন করার চেষ্টা করবেন। কিন্তু রাজা নিজেই যদি লুটেরা হয়, অসৎ হয়, তাহলে সেই দেশে সব মন্ত্রী, সেনাবাহিনী কিংবা সব রাজকর্মচারী ভালো হবে এই আশা করা দুষ্কর। এমনকি রাজ্যের মানুষরাও অসৎ এবং ঠক হবে।
আপনার বন্ধুরা যদি সৎ হয়, তাহলে আপনি যখন বিপদে পড়বেন, অথবা কোন কারনে আপনার বুদ্ধি পরামর্শ দরকার, তখন তারা আপনাকে সৎ উপদেশ দিবে। ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। স্বাভাবিকভাবেই আপনি ভালো কাজের প্রতি আকৃষ্ট হবেন। আপনি সবসময় ভালো কাজ করবেন। কিন্তু আপনার সঙ্গী-সাথীরা যদি অসৎ হয়, তাহলে তাদের দেওয়া মন্ত্রণাগুলোও অসৎ-ই হবে। আপনার কার্যকলাপের অসততা প্রকাশ পাবে
এ কারণে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) বন্ধু নির্বাচনে কয়েকটি বিষয়কে গুরুত্ব দিতে বলেছিলেন। স্বাভাবিকভাবেই এসব কিছু আমাদের মঙ্গলের জন্য। তাই আমাদেরকে অবশ্যই নিজের বন্ধু, সঙ্গী, এবং যাদের সাথে আমরা আত্মীয় সম্পর্ক করতে চাই, তাদের সততা যাচাই করে নিতে হবে। তাদের মধ্যে যদি অসৎ কিছু থাকে তাহলে আপনি কোন না কোন ভাবে সেই অসততা একসময় অবলম্বন করতে শিখবেন। এভাবেই এক সময় আপনিও তাদের মত অসৎ হয়ে যাবেন।

🔷
🔷🔷
🟢🟢🟢🔷🔷🔷🟢🟢🟢
🔷🔷
🔷
Link 1: https://x.com/akib_66/status/1954761495709135125
Link 2: https://x.com/akib_66/status/1954751142745067690