খাল, নদী এবং আমাদের ভুল সিদ্ধান্ত।
আসসালামু আলাইকুম। প্রিয় আমার বাংলা ব্লগবাসি, কেমন আছেন আপনারা? আশাকরি সকলেই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো। যার মূল বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের খাল, নদী এবং আমাদের কাজ।

কিছুদিন আগে বাংলাদেশের রাজধানী ঢাকার ঠিক পার্শ্ববর্তী স্থান, টঙ্গীতে ঘটে গিয়েছে একটি হৃদয়বিদারক মর্মান্তিক দুর্ঘটনা। ঘটনাটি হচ্ছে, একটি ঢাকনা খোলা ম্যানহোলে একজন নারী পড়ে গিয়েছিল। ৩৬ ঘণ্টা পর অন্য একটি স্থানে তার লাশ উদ্ধার করে পুলিশ। অনেক মানুষ অনেক রকম মন্তব্য করছে এই ঘটনাকে ঘিরে। অনেকেই এজন্য ঢাকনা খোলা ম্যানহোলের দোষ দিচ্ছেন এবং এটাই স্বাভাবিক। কারণ সিটি কর্পোরেশনের লোকদের দায়িত্ব ছিল সকল ম্যানহোলের ঢাকনা দেওয়া। কিন্তু আমি আজ কথা বলব ঠিক অন্য একটি প্রসঙ্গে।
টঙ্গীর যেই জায়গায় ঘটনাটি ঘটেছে, তার থেকে ১০০ মিটার দূরেও নয় তুরাগ নদী। টঙ্গী খাল নামে বর্তমানে পানি উন্নয়ন বোর্ড নদীটিকে চিহ্নিত করেছে। এমনকি হওয়ার কথা ছিল? নদীর ঠিক পাশেই, বন্যা না হলে কখনো পানি জমে থাকে, কখনো শুনেছেন আপনারা? না এটা কখনোই হওয়ার কথা নয়। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে, বিশেষ করে ঢাকা শহরে, যেই শহরটি চারদিকে নদীবেষ্টিত হয়ে আছে, সেই শহরটি সামান্য একটু বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যায়। এর কারণ কি?
এর কারণ হচ্ছে মানুষ হিসেবে আমাদের চিন্তা-ভাবনার সীমাবদ্ধতা। আমাদের অদূরদর্শী চিন্তাভাবনা এবং সিদ্ধান্ত গ্রহণ। এসব কারণে আমরা আসলে দিন দিন পিছিয়ে পড়া জাতিতে পরিণত হচ্ছি অর্থাৎ দিন যত এগোচ্ছে, আমরা ততই পিছনে যাচ্ছি। ঢাকা শহরের বেশিরভাগ নদী বর্তমানে করে ভরাট করে সেখানে বসবাসের জন্য নির্মাণ করা হচ্ছে ভবন। যেখানে এই ধরনের জলাধারগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করার কথা। এই ধরনের জলাধারগুলো সংরক্ষণ করা আমাদের নাগরিক জীবনের জন্যই সবচেয়ে জরুরি।
এই যে ঢাকার শহর সামান্য বৃষ্টি হলেই পানির নিচে তলিয়ে যাচ্ছে, এতেকি ঢাকার বাসিন্দা এবং নগর পরিকল্পনাবিদদের কোন দায় নেই? আমি তো বরং শতভাগ দায় তাদেরকে দেব। কেবলমাত্র ড্রেনেজ এবং সুয়ারেজ সিস্টেম করেই এত বিশাল জনসংখ্যার একটি শহরের পানি নিয়ন্ত্রণ করতে পারবে না। এজন্য দরকার খাল। ঢাকা শহরে যথেষ্ট পরিমাণ খালের অস্তিত্ব ছিল একটা সময়। কিন্তু বর্তমানে সেই সবগুলো খাল দখল হয়ে গেছে এবং সেখানে এমন ভাবে ভবন নির্মিত হয়েছে, নতুন করে কেউ সেখানে গেলে তার মনেই হবেনা গত এক হাজার বছর আগেও এখানে কোন খালের অস্তিত্ব ছিল। এমন এক অবস্থা আমাদের প্রাণ প্রিয় ঢাকা শহরের।
আসলে নাগরিক হিসেবে আমরা চূড়ান্ত ব্যর্থ নাগরিকদের মধ্যে সবার উপরেই থাকবো। কারণ নাগরিক হিসেবে সুন্দর ভাবে বসবাস করার জন্য যে যে বিষয়বস্তু আমাদের প্রয়োজন সেগুলো তো আমরা করছিই না। বরং যা আমাদের আছে তা আমরা দিন দিন বিনষ্ট করে ফেলছি। এতে করে আমাদের ঢাকা শহর হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর এবং ঝুঁকিপূর্ণ। ঢাকা শহর বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। প্রতিদিন অহরহ মানুষ মারা যাচ্ছে দুর্ঘটনার শিকার হয়ে। আমার ধারণা, ঢাকা শহরে প্রতিদিন দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে, পৃথিবীর অন্য কোন একটি দেশে স্বাভাবিক এবং অস্বাভাবিক মিলে এত মানুষের মৃত্যু হচ্ছে না। এক আজব শহর!

Link 1: https://x.com/akib_66/status/1950259777122238845
Link 2: https://x.com/akib_66/status/1950260092378435618
Link 3: https://x.com/akib_66/status/1950536314136211826