You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪১
হয়তো সমুদ্র তীরে বালুচরের উপর,
নয়তো পাহাড়ের চূড়ায় মেঘ দেখার সময়,
কিংবা ঘন জঙ্গলের হ্রদের পাশে,
অথবা, হ্রদয় জুড়ানো ঝর্ণার পাদদেশে।
যমদূত আসতে পারে যেকোনো সময়,
যেকোনো মুহূর্তে আমার কাছে।
উড়ে যেতে পারে প্রাণ পাখি,
কিন্তু তাতে কি উপভোগ বন্ধ করবো?