You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৪৪

in আমার বাংলা ব্লগ10 hours ago

দিন যায়, মাস যায়, বছর যায়।
কিছু মেঠোপথ গায়েব হয়,
কিছু মেঠোপথ পথ আধুনিক হয়,
কয়লার রেলগাড়ি হারিয়ে গিয়ে,
সেখানে আসে বিদ্যুতায়িত মেট্রোরেল।

তবু, এখনও, সেই তিন রাস্তার মোড়ে,
কিংবা বাদশার চায়ের দোকানের সামনে,
নতুবা, খালের পাড়ে কাঠাল গাছের নিচে,
এখনও সেই স্মৃতিগুলো জেগে ওঠে,
অনুভূতিগুলো হয়ে ওঠে একদম তাজা।