সত্যি কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি😢 পোস্টটি পড়ে আমার চোখে পানি এসে গেছে।
অনেক চেষ্টা করেও বোনটি কোথাও পেলনা এক টুকরো গোসতো।
এইটুকু আমার মনে বিষন্নতার ছোঁয়া লাগিয়ে দিয়েছে😭।
এই বাচ্চা দুটোর সাহায্যের জন্য আপনি @abb-charity তে আবেদন করতে পারেন।আশা করছি বাচ্চা দুটোর জন্য কিছু হলেও সাহায্য পাওয়া যাবে।
আপনার ফিলিংস এর কথা শুনে আমার অনেক ভালো লাগছে। অনেক কষ্ট আমাকে দিয়েছে এজন্য ভাই পোস্টটা লিখেছি জানিনা কতটুকু সবার সামনে উপস্থাপন করতে পেরেছি।