সুখ পাখিটা রইলনা,
আর নীড়ে।
দিয়ে গেল সারা জীবন,
এলোমেলো করে।
যারা চলে যায় তারা আর ফিরে আসে না। কিন্তু কাউকে প্রচন্ড ভালোবাসার পর যখন অবহেলা ছাড়া কিছুই পাওয়া যায় না তখন জীবন আসলেই এলোমেলো হয়ে যায়।
খুব করে কাউকে ভালবাসলে কষ্ট ছাড়া আর কিছুই মেলে না জীবনে। তবুও মানুষ ভালোবাসে।
আসলে যে ভালোবাসে সেই জানে দীর্ঘদিন একসাথে চলার পরে যখন তার কাছ থেকে বুক ভরা ভালোবাসা না পেয়ে অবহেলাটা উপহার হিসেবে চলে আসে আসলে তখনকার কষ্টটা কখনোই ভোলা সম্ভব নয় ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য