পূজোর প্রসাদ যদি খিচুড়ি আর আলুর দম হয় তবে খেতে তো অমৃতের মত লাগে। কিন্তু কথায় আছে যে প্রসাদ তো প্রসাদ এই হয় তা হোক না বাসন্তী পোলাও। পূজোর থেকে পূজোর প্রসাদ বানানোটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ। কারণ পুজো শেষে ভক্তরা প্রসাদের জন্যই বসে থাকে আর আপনি সেই কাজটাই করেছেন ভক্তদের সেবা দেওয়ার জন্য। শুনে খুবই খারাপ লাগলো সারাদিন ভক্তদের সেবা দেওয়ার জন্য কাজ করলেন আর অবশেষে আপনি প্রসাদ পেলেন না।
আহা। সে কি স্বাদ। বলে বোঝানো সম্ভব নয়।