গান কভার- “তোমার নাম লিখে দাও”- Covered by @Samhunnahar.

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

প্রিয় আমার বাংলা ব্লগ পরিবারের সকল ভাই ও বোনেরা সবাই কেমন আছেন। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন এই প্রত্যাশা করছি। বন্ধুরা আমিও ভালো আছি তবে অতিরিক্ত গরমে কিভাবে ভালো থাকব বলেন? ইদানিং বেশ কয়েকদিন অতিরিক্ত গরম সাথে লোডশেডিং বেশ বিরক্তিকর সময় যাচ্ছে। কিছু করার নেই আমাদের প্রকৃতি এমনই। যখন বৃষ্টি হয় তখন বৃষ্টি হতে থাকে চারদিকে একদম তলিয়ে দেই। আবার যখন গরম দেই এত গরমের তীব্রতা সহ্য করা যায় না মানব জীবন অস্থির করে তোলে। যতই কষ্ট হোক না কেন আমাদের জীবন আমাদের সময় আমাদের জন্য থেমে থাকে না। সময় চলে যাচ্ছে হায়াত শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে হায়াত কমিয়ে আসতেছে। এরই মধ্যে আমরা ও আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। সত্যি ভাবতে গেলে সবকিছু কেমন জানি এলোমেলো হয়ে যায়। সারাদিন এমন অলস সময় কাটে কিন্তু সময় গুলো থেমে থাকে না।

Add a heading (1).jpg

আমরা বাঙালি জাতিরা এমন দিন শেষে আমাদের সবকিছুর জন্য তাড়াহুড়া লেগে যায়। সময় থাকতে আমরা সময়ের কাজ করি না অসময়ে আমাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ইদানিং আমার কাজগুলো এমন হয়ে গেছে। সারাদিন এদিক-ওদিক ছুটে চলা এটা ওটা করা শরীরের ক্লান্তি সবকিছু মিলিয়ে পোস্ট করা হয় না। যখন দিন ফুরিয়ে যায় তখন পোস্ট করতে চলে আসি। কি আর করার বন্ধুরা এটাই আমাদের অভ্যাস এটাই আমাদের নিয়তি। ভাবলাম আসলে কি পোস্ট শেয়ার করা যায়। অনেকক্ষণ ভেবে নিলাম কিছু মাথায় আসে না। কারণ কোন আর্ট কিংবা কোন ডাই প্রজেক্টর তৈরি করতে ইচ্ছা করছে না এতই মন খারাপ কিছুই ভালো লাগছে ত। সারাদিন শুয়ে থাকি কোন রকম ওঠে রান্না বান্না গুলো করে খেয়ে দিনটা শেষ। যখন ভাবলাম কি পোস্ট করা যায় বেশ কিছুক্ষণ চিন্তা করতে করতে কিছু টপিক্স খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ মাথায় বুদ্ধি আসলো একটি গান কভার শেয়ার করি। আপনারা তো সবাই আমার গান অনেক পছন্দ করেন।

তাই আমিও চিন্তা করি সুন্দর কোন গান পেলে আপনাদের সাথে কভার করে শেয়ার করার। অনেক দিনের পুরানো গান এই গানটি আমার অনেক প্রিয় ছিল। হঠাৎ করে এই গানটির কথা মনে পড়ে আমার। সেই গানটি গেয়ে কভার করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আপনাদের শুনতে ভালো লাগবে।

গানের কিছু তথ্য


গান--“তোমার নাম লিখে দাও”
শিল্পী-সাবিনা ইয়াসমিন
ছায়াছবিঅনুতপ্ত
সুরকারআলম খান
কথামনিরুজ্জামান মনির



গানটি শুনতে এখানে ক্লিক করুন


[গানের কথা]


তোমার নাম লিখে দাও
তোমার নাম লিখে দাও
কালির আছড়ে নয়
রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও-(২বার)

এতো বেশি ভালোবাসি বলে
এতো বেশি ভালোবাসি বলে
বিনিময়ে অবহেলা দিলে
কাছে পেয়ে চিনে না তো
চিরচেনা বন্ধুরে

তোমার নাম লিখে দাও
কালির আছড়ে নয়
রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও,,,,

পারো যদি সুখি হতে একা
পার যদি সুখি হতে একা
দিবো না তো কোনদিন ও দেখা
তুমি আছো তুমি রবে
চিরদিনে এ বুক জুড়ে

তোমার নাম লিখে দাও
কালির আছড়ে নয়
রক্তেরি অক্ষরে
তোমার নাম লিখে দাও
সাদা কাগজে নয়
ব্যাথা ভরা অন্তরে
তোমার নাম লিখে দাও

সোর্স

সমাপ্তি-@samhunnahar

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

আজ এখানে আমার গান সমাপ্তি করছি। আশা করছি আমার আজকের গান কভার সকলের ভাল লেগেছে। প্রতিনিয়ত চেষ্টা করি পছন্দের গান কভার করে শেয়ার করার। আপনারা সব সময় অনেক উৎসাহ দেন অনেক ভাল লাগে। তাই বার বার পছন্দের গান কভার নিয়ে হাজির হয়ে যায় বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন পরিবারকে নিয়ে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 last year 

বরাবরের মত বেশ সুন্দর গেছেন আপু। গান সিলেকশনো বেশ ভালো ছিলো। সেই সাথে উপস্থাপনাও বেশ ভালো ছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। ধন্যবাদ গা্নটি শেয়ার করার জন্য।

 last year 

আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 last year 

অনেকদিন পর প্রিয় শিল্পী সাবিনা ইয়াসমিনের একটা গান শুনতে পারলাম। এই গানটা আমার খুবই ভালো লাগে। এর আগে অনেক অনেক শোনা হতো কিন্তু এখন যেন অনেকদিন শোনা হয় না। যাইহোক অনেকদিন পর ফিরে শিল্পীর প্রিয় গান আমাদের মাঝে পরিবেশন করেছেন দেখে খুব ভালো লাগলো।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে আমার গানটি শোনার জন্য।

 last year 

জনপ্রিয় একটি গান আজকে আপনি কভার করেছেন। আপনার গান কভার করা দেখে বেশ ভালো লেগেছে। দারুন কন্ঠ দিয়েছেন আপনি। আপনার সুন্দর কন্ঠে গান শুনতে আমার খুব ভালো লাগে। আমি অনেক আগে থেকে আপনার গান শুনে আসছি। মাঝে মাঝে গান পরিবেশন করলে মন ভালো থাকে।

 last year 

আমার শেয়ার করা গান কভারটি শুনে অনেক অনুপ্রাণিত করলেন ধন্যবাদ আপনাকে।

 last year 

চোখ বন্ধ করে আপনার গান শুনছিলাম। মনে হচ্ছিল যেন হৃদয়ের মাঝে গিয়ে দোলা দিচ্ছিল। সত্যিই আপু আপনার মিষ্টি কন্ঠে গান শুনে মুগ্ধ হয়েছি। অসাধারণ হয়েছে। অনেক ভালো লেগেছে আপু।

 last year 

বাহ! অনেক ভালো লাগলো আপু।

 last year 

আপু আপনার মিষ্টি কণ্ঠে গান শুনতে খুব ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর একটি গান কভার করেছেন। সম্পূর্ণ গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ আপু এত সুন্দর গান কভার করার জন্য।

 last year 

আমি আপনার সুন্দর মতামত পড়ে খুব অনুপ্রাণিত হয়েছি আপু।।

 last year 

আসলেই আপু যত দিন যাচ্ছে ততই আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এগুলো ভাবলে নিজেকে আর ভালো লাগে না।যাইহোক আপনি খুবই সুন্দর একটি গান কভার করছেন আপু। আপনার কণ্ঠে গানটি শুনে বেশ ভালো লাগলো।আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।

 last year 

আমাদেরকে সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।

 last year 

অনেক সুন্দর একটা গানের কভার করেছেন আপু। আপনার খালি গলায় গাওয়া গানটা শুনে আমার অনেক ভালো লেগেছে। আপনি আজকে যে গানের কভার করেছেন এটা আমি আগে কখনোই শুনিনি। প্রথমবারের মতো আপনার কন্ঠেই আজকে শুনলাম গানটি। আপনার কন্ঠ যেমন সুন্দর, তেমনি গানটাও সুন্দর। যার কারণে অনেক ভালো লেগেছে।

 last year 

এই গানটি এক সময় আমার খুব প্রিয় ছিল আপু।

 last year 

গান শুনতে তো আমরা সবাই খুব ভালোবাসি। গান শুনলেই আমার মন ভালো হয়ে যায় একেবারে। মন খারাপের সময় আমি গান শুনতে একটু বেশি ভালোবাসি। তবে মন ভালো থাকলেও আমি বেশিরভাগ সময় গান শুনে থাকি। গান শুনলে মনটা আরো বেশি ভালো হয়ে যায়। আপনি আজকে যেই গানের কভারটা করেছেন, এটা অসম্ভব সুন্দর একটি গান। সুন্দর ভাবে গানটার কভার করে আমাদের মাঝে করার জন্য ধন্যবাদ।

 last year 

এত সুন্দর গঠনমূলক মতামত শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।