আসসালামু আলাইকুম প্রিয় পরিবারের সম্মানিত সকল ব্লগার ভাই ও বোনেরা। সবাইকে জানাই জুম্মা মোবারক এর শুভেচ্ছা। নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আপনাদের সবার দোয়ায় সৃষ্টিকর্তার রহমতে। পুরো দিনের ব্যস্ততা কাটিয়ে আবার হাজির হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করে নেওয়ার জন্য। চেষ্টা করি সব সময় ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে পোস্ট শেয়ার করার। সেজন্য চেষ্টা করি ভিন্ন কিছু লিখে সাজিয়ে গুছিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার। আপনারা হয়তো অনেকেই জানেন আমি প্রতি শুক্রবার অনু কবিতা লিখে শেয়ার করি। অথবা চেষ্টা করি কিছু একক টপিক্স নিয়ে কবিতা লেখার চেষ্টা করি। কবিতা লিখতে অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন সবাই আমার কবিতাগুলো পড়ে আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন।

Image Source Location
ভিন্ন ভিন্ন অনুভূতি লিয়ে ছোট ছোট কবিতা গুলো লিখতে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে নিজের অনুভূতিগুলো যখন সবার সাথে প্রকাশ করতে পারি। তেমনি আমি আজকে চেষ্টা করেছি ছয়টি অনু কবিতা লিখে আপনাদের সাথে উপস্থাপন করার। জীবনের ধারাবাহিকতা একেকজনের কাছে একেক রকমের। জীবনের গতি এক একজনের কাছে একেক রকমের। আমাদের এই জীবন ধারা আমাদেরকে সবকিছু ধারাবাহিক নিয়মে চলতে হয়। যদি আমরা বিচ্ছিন্ন কোন পথ বেছেনি তাহলে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যায়। আমরা যদি সময়ের স্রোতের সাথে গতি রেখে চলতে পারি তাহলে জীবনটা আমাদের জন্য খুবই সহজ হয়। কারণ সময়ের স্রোত যেমন কারো জন্য অপেক্ষা করে না তেমনি জীবনের গতি বেগ কারো জন্য থেমে থাকে না। জীবন থেমে থেমে বদলায়। জীবনের গতি সময়ে অসমেয় বদলায়। জীবনের ধরন বদলায়। যতই বয়স বাড়বে ততই চারপাশের পরিস্থিতি যেন ভিন্ন রূপ ধারণ করে।
এইসব পরিস্থিতির সাথে আমাদেরকে আমাদের জীবন পরিচালিত করতে হবে। তাহলে আমাদের জীবনটা আমাদের জন্য খুবই সহজ হয়। আশা করি বন্ধুরা আমার আজকের লেখা প্রতিটা অনু কবিতা আপনাদের কাছে পড়ে ভালো লাগবে। চেষ্টা করেছি আমি পছন্দমত কয়েকটি কবিতা লিখে আপনাদের সাথে শেয়ার করার। নিশ্চয়ই আপনাদের সুন্দর সুন্দর মতামতের মাধ্যমে জানতে পারবো কেমন লাগলো। তাহলে আমার লেখা কবিতা গুলো পড়ে আসি-
(১)
জীবন বদলায় সময় বদলায়
মানুষ বদলায়,বদলায় চারপাশ
চেনামুখ হারায়, হারায় জীবনের সুখ
সময়ের স্রোতে আনন্দে মেতে রঙ্গিন করি মুখ।
(২)
সময় গড়াবে সাথে জীবনের ধারা জড়াবে
তাতে সফলতা আসবে জীবনে আনন্দ ছড়াবে,
সময়ের প্রতি অবহেলা, অন্ধকার নামে অবেলা
জীবন হবে অন্ধকারময় কাঁদতে হবে সারাবেলা।
(৩)
সময়ের ব্যবধানে আপজন হারায়
যার টাকা আছে তার চারপাশে সব রয়,
যার টাকা নেই তাকে অবহেলিত হতে হয়
তাই সময়ের সাথে জীবনের গতি ধারা ধরে রাখতে হয়।
(৪)
আজ আছি কাল নেই, নেই নিঃশ্বাসের বিশ্বাস
তাই করো জীবনের মূল্যায় করোনা হতাশ
যে জীবনে আছে পরিশ্রম সে জীবনের নেই মরণ
তাই কাজকে করে নাউ আপন, আনন্দে করো বরণ।
(৫)
ভালোবাসা আজ অর্থের কাছে বিলীন
শিক্ষা আজ দুর্নীতির হাতের মুঠোয়
মানবতা আজ বিবেকের কাছে নিঃস্ব
আজকের এই পৃথিবী স্বার্থের কাছে বিলীন।
(৬)
সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না
প্রকৃত বিদ্যা কখনো বিক্রি হয় না,
আসল বিবেকবান কখনো বিলীন হয় না
সত্যের জয় হবে একদিন, যদি মনে থাকে
দৃঢ় বিশ্বাস।

আশা করি আপনাদের সকলের কাছে আমার লেখা অনু ক বিতা পড়ে ভালো লেগেছে। বন্ধুরা আমার লেখা অনু কবিতা পড়ে কেমন লাগলো কমেন্টে জানালে অনেক বেশি ভালো লাগবে। আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সবাইকে নিয়ে। |
লেখার উৎস | নিজের অনুভূতি থেকে |
ইমেজ সোর্স | ভিক্টিজি ডট কম। |
অবস্থান | কক্সবাজার, বাংলাদেশ |
ক্যাটাগরি | একগুচ্ছ অনু কবিতা |
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।



💖ধন্যবাদ সবাইকে💖
Upvoted! Thank you for supporting witness @jswit.
মানুষের জীবনে প্রত্যেকটা মুহূর্ত খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সবার সময় কে মূল্যায়ন করা উচিত। খুবই ভালো লাগলো আপনার আজকের কবিতাগুলো পড়ে। প্রত্যেকটা কবিতা বেশ দারুন লিখেছেন। ভালো লাগলো পড়ে। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করার জন্য।
সবাই অনেক বেশি মূল্যায়ন করেন। উৎসাহ প্রদান করেন যে কোন কাজের প্রতি।
প্রথমে অনু কবিতার প্রথম লাইনগুলোই আমাকে আকৃষ্ট করেছে হ্যাঁ সবকিছুই বদলে যায় শুধু মানুষের স্মৃতিগুলো রয়ে যায়। চমৎকার কিছু কবিতা শেয়ার করেছেন আপু প্রতিটা লাইন বেশ ভালো লেগেছে আপনার জন্য শুভকামনা রইল।
মানুষ এই জীবনে কত কিছু করে সবকিছু আমরা পার করে আসি। শুধু স্মৃতিগুলো আমাদের মনে থাকে।
চমৎকার কয়েকটি প্রেমের অনু কবিতা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন আপু। প্রেমের অনু কবিতা গুলো আমার কাছে বেশ ভালো লাগে।টাকা না থাকলে আসলেই মানুষ হারিয়ে যায়। সময়ের সাথে সাথে মানুষগুলো বদলে যায়। প্রত্যেকটি কবিতা চমৎকার হয়েছে আপু। চমৎকার অনু কবিতা গুলো আবৃত্তি করতে অনেক ভালো লাগলো।
ভালো লেগেছে আপু আপনার কাছ থেকে এত সুন্দর মতামত জানতে পেরে।
বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে কবিতাগুলো লিখেছেন আপনি। আসলে মানুষ মারা গেলে তার কোন মূল্য নেই। এদিকে ভালোবাসা বর্তমান সময়ে ভিত্তিহীন হয়ে পড়েছে। সমস্ত বিষয়গুলো খুব সুন্দর করে কবিতার অক্ষরে লিখেছেন। অনেক ভালো লাগলো কবিতা গুলো পড়ে।
সব সময় আমার অনু কবিতাগুলো পড়েন। আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন।
https://x.com/heranahar148614/status/1885387967482708436?t=vyUEMgWqaTnDnLAscEtYEw&s=19
ছয়টি অনুকবিতাই ভীষণ বাস্তববাদী লাগলো আপু আমার কাছে৷ এভাবে অনুকবিতার মাঝে নিজের অনুভূতি বা চিন্তাভাবনা প্রকাশ করতে পারাটা বেশ ভালো বিষয়। আপনার প্রতিটি অনুকবিতাই বেশ সুন্দর লিখেছেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
ভালো লাগলো আপু সময় দিয়ে কবিতাগুলো পড়ার জন্য।
সময় বদলায় মানুষ বদলায় চারিদিকের পরিবেশ বদলায়। আর অর্থ মানুষ কে তার মূল্য ঠিক করে দেয়। অর্থের কাছে সব বিলীন কথাটা একেবারে ঠিক। দারুণ লিখেছেন কবিতা টা আপু। বেশ লাগল। ধন্যবাদ আপনাকে।।
টাকা যেখানে মুখ্য বিষয় সেখানে সবকিছু ব্যর্থ হয়ে যায় জীবনে।
বাহ আজকে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। আপনার কবিতাগুলো পড়ে অনেক ভালো লাগলো। আসলে সময়ের সাথে তাল মিলিয়ে চললে সবকিছু সুন্দর হয়। সুন্দর অনুভূতি দিয়ে এতো সুন্দর সুন্দর অনু কবিতা লিখে উপস্থাপনা করেছেন। তাই ধন্যবাদ আপনাকে।
সবচেয়ে বেশি ভালো লাগে যখন কবিতাগুলো আপনারা সময় দিয়ে পড়েন সেজন্য।
খুব সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন আপনি৷ আপনার অনু কবিতাগুলো সব সময় অনেক সুন্দর হয়ে থাকে৷ আমি আপনার অমু কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি৷ যেভাবে আপনি আজকে এত সুন্দর কিছু অনু কবিতা শেয়ার করেছেন তা পড়ে খুব ভালই লাগছে৷ এখানে আপনি অনু কবিতা গুলো শেয়ার করার মধ্য দিয়ে আপনার প্রতিভাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন৷ তেমনি আপনার কাছ থেকে এত সুন্দর কিছু অনু কবিতা পড়ে খুব ভালো লাগছে৷
অনেক অনুপ্রাণিত হলাম তুমি সবসময় সময় দিয়ে আমার কবিতাগুলো পড়ে সুন্দর মতামত শেয়ার করে থাকো