আসসালামু আলাইকুম,
লেখার শুরুতে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের ব্লগে। হাজির হয়েছি নতুন একটি ব্লগ নিয়ে। বন্ধুরা সবার সময় কেমন যাচ্ছে। নিশ্চয়ই বেশ ভালো সময় অতিবাহিত করছেন সবাই পরিবারের সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অশেষ রহমতে। বন্ধুরা প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আজকে আবার হাজির হয়েছি একটি ডাই প্রজেক্ট নিয়ে।চেষ্টা করি সময় সুযোগ পেলে কোন কিছু তৈরি করার। যদিও তেমন একটা সময় পাইনা কিন্তু যতটুকু পায় ততটুকু হাতছাড়া করি না। আপনাদের সাথে ক্রিয়েটিভ কিছু তৈরি করে শেয়ার করতে পারলে ভীষণ ভালো লাগে। তখন নিজে যেমন আত্ম তৃপ্তি পায় তেমনি আলাদা একটি ভালো লাগা কাজ করে। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনাদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিতে পারি।

নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি আজকে কি ডাই প্রজেক্ট শেয়ার করেছি। আজকে আমি একটি ওয়ালমেট তৈরি করেছি ক্লে ব্যবহার করে। প্রতিদিন আমরা কোন না কোন কিছু তৈরি করতে পছন্দ করি। তবে বর্তমান সময়ে আমাদের কমিউনিটিতে ক্লে দিয়ে সবাই এত সুন্দর কিছু তৈরি করেন যা অনেক বেশি মুগ্ধ করে দেখলে। সবার এত সুন্দর ক্রিয়েটিভ গুলো দেখলে নিজেকে দমিয়ে রাখতে পারি না। যদিও তেমন ভালো কিছু তৈরি করতে পারি না। কিন্তু সবার গুলো দেখলে অনুপ্রাণিত হয়ে বসে পড়ি তৈরি করার জন্য। এটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ সবার দেখাদেখি কাজগুলো আমরা শিখে নিতে পারি চেষ্টা করি অনুপ্রাণিত হয়ে। মানুষ সব সময় অনুকরণ প্রিয়। মানুষ সব সময় দেখে অনুসরণ করে দেখে শিখে।

কার্ডবোর্ড ব্যবহার করে সাথে ক্লে দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছি। যখন ফুলগুলো তৈরি করেছিলাম খুব ভালো লাগছিল তৈরি করতে। কার্ড বোর্ডের সাথে ক্লে দিয়ে তৈরি করা ফুলগুলো গাম দিয়ে লাগিয়ে দিলাম। গাম দিয়ে লাগিয়ে দিলে পরবর্তীতে ঝরে যায় না একটু টেকসই হয়। এভাবে যখন ওয়ালে টাঙিয়ে দেওয়া হয় ভীষণ ভালো দেখায়। কিভাবে আমি এই সুন্দর ওয়ালমেট তৈরি করেছি সেই প্রসেস গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আর দেরি না করে তাহলেই শেয়ার করে নেওয়া যাক বন্ধুরা–

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
সাদা কাগজ।
ক্লে।
গাম।
কার্ডবোর্ড।

ওয়ালমেট তৈরির ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে সাদা রঙের একটি কার্ডবোর্ড নিয়েছি সাথে প্রয়োজনীয় উপকরণগুলো নিয়েছি। এখন কার্ডবোর্ডকে কালো কালার দিয়ে কালার করে নিয়েছি।


দ্বিতীয় ধাপঃ
প্রথমে লাল ক্লে দিয়ে ফুল তৈরি করে নিলাম। এরপরে অন্যান্য কালার দিয়ে অনেকগুলো ফুল তৈরি করে নিয়েছি।




তৃতীয় ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের আমি বেশ কিছু ফুল তৈরি করে নিলাম।


চতুর্থ ধাপঃ
এখন আমি ক্লে দিয়ে তৈরি করা ফুলগুলোকে কালো কালার করে নেওয়া কার্ডবোর্ড এর উপরে বসায় দিয়েছি। সাথে সবুজ রঙ্গের ক্লে দিয়ে গাছের অংশ তৈরি করে বসায় দিলাম।



পঞ্চম ধাপঃ
সবুজ ক্লে নিয়ে গাছের পাতা তৈরি করে নিলাম। গাছের পাতা গুলো তৈরি করে নেওয়ার পরে সুন্দর করে সাজিয়ে নিলাম। এরপরে গাছের নিচে সবুজ ঘাস দিয়েছি সবুজ ক্লে ব্যবহার করে।



ষষ্ঠ ধাপঃ
এভাবে ক্লে ব্যবহার করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিয়েছি।


উপস্থাপনা
যখন ক্লে আর কার্ডবোর্ড দিয়ে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে নিলাম দেখতে বেশ ভালো লাগলো। ক্লে ব্যবহার করে তৈরি করা যেকোনো জিনিস আমার খুব ভালো লাগে। তাছাড়া ও তৈরি করতে বেশ সহজ হয়। যেহেতু ক্লে গুলো খুব সফট হয় তাই ইচ্ছে করলে যে কোন শেফ করা যায়। এই ধরনের ওয়ালমেট গুলো সুন্দর করে ঘরের ওয়ালে টাঙ্গিয়ে রাখলে অনেক সুন্দর দেখায়। আমিও কোন কিছু তৈরি করার পরে সেগুলো ঘরের ওয়ালে টাঙিয়ে দেই দেখতে বেশ ভালো লাগে আমার। আশা করি বন্ধুরা আমার আজকে তৈরি করা ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক বেশি আনন্দিত হব।




ডিভাইসের নাম | Wiko,T3 |
মডেল | W-V770 |
ফটোগ্রাফার | @samhunnahar |
ক্যাটাগরি | ক্লে দিয়ে ওয়ালমেট তৈরি |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


বেশ অনেক অনেক ভালো লাগলো আপনার আজকের এত সুন্দর ডাই পোস্ট দেখে। আপনি চমৎকারভাবে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন। সেখানে উপকরণ হিসেবে ক্লে ব্যবহার করেছেন একাধিক রকমের। এইজন্য ফুলগুলো সুন্দর হয়েছে।
আপনাকে অনেক ধন্যবাদ সময় দিয়ে পুরো ডাই প্রজেক্ট দেখার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Twitter Link
ক্লে দিয়ে অসম্ভব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আপনার এই ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে খুব সুন্দর লাগবে। ক্লে তৈরির যেকোন জিনিস দেখতে খুবই ভালো লাগে। আপনার এই ওয়ালমেট অনেকটা সময় নিয়ে করেছেন বোঝাই যাচ্ছে। ধন্যবাদ আপু আমাদের সাথে শেয়ার করার জন্য।
সত্যি আপু ঠিক বলছেন আপনি এই ধরনের কাজগুলো ওয়ালে টাঙ্গিয়ে রাখলে সুন্দর দেখায় বেশি।
বিভিন্ন কালারের ক্লে ব্যবহার করে অনেক সুন্দর একটি ফুল জাতীয় ওয়ালমেট তৈরি করেছেন। আপনার চমৎকার এই ওয়ালমেট আমাকে মুগ্ধ করে তুলেছে। খুব ভালো লাগলো এতো সুন্দর ওয়ালমেট দেখে।
অনেক ভালো লাগলো আপনার গঠনমূলক মতামত পড়ে।
ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই ওয়ালমেট তৈরিতে ক্লে দিয়ে ফুলগুলো তৈরি করে নেওয়াটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ।
ওয়ালমেট তৈরি করার সময় এই ফুলগুলো তৈরি করতে বেশ সময় লাগে ভাইয়া।
আজ আপনি ক্লে ব্যবহার করে অসাধারণ একটা ওয়ালমেট তৈরি করেছেন। আমার কাছে তো আপনার তৈরি করা এই ওয়ালমেট দেখতে অনেক সুন্দর লেগেছে। ক্লে দিয়ে কোনো কিছু তৈরি করলে খুব ভালো লাগে দেখতে। ভিন্ন ভিন্ন কালারের ফুল হওয়াতে এগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগছিল।
অনেক খুশি হলাম আপু আমার তৈরি করা ওয়ালমেট আপনার দেখে ভালো লাগলো তাই।
ক্লে দিয়ে আপনি অনেক সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। রঙিন ফুলগুলোর জন্য খুব উজ্জ্বল লাগছে। প্রতিটা রঙ দারুণ পছন্দ করেছেন৷ কালো ব্যাক গ্রাউন্ডের জন্য আরও বেশি খেলেছে।
অনেক ভালো লেগেছে দিদি অনেক অনুপ্রাণিত করলেন আপনি।
ক্লে ব্যবহার করে এখন অনেক কিছু তৈরি করা যায়। যা দেখতে এবং তৈরি করতে আমার কাছে ও বেশ ভালো লাগে। সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। ঘরে সাজিয়ে রাখলে দেখতে খুব সুন্দর লাগবে। কালার কম্বিনেশন খুব ভালো ছিল ধন্যবাদ আপনাকে। এত সুন্দর ওয়ালমেট তৈরি করে আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
সুন্দর করে তৈরি করে ঘরের ওয়ালে টাঙিয়ে রাখলে ভালো দেখায়।
আপু আজকে আপনার ক্রিয়েটিভিটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। ক্লে ব্যবহার করে অনেক চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন। এ ধরনের ওয়ালমেট গুলো তৈরি করতে অবশ্য অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। আপনার ভেতর ক্রিয়েটিভিটি আছে বলেই এমনটা সম্ভব হয়েছে। অনেক সুন্দর একটি পোস্ট বিস্তারিত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ আপু।
এই ধরনের কাজগুলো ধৈর্য সহকারে করতে হয় না হলে সুন্দর করে তৈরি করা যায় না।