ট্রাভেলিং- রাঙ্গামাটি ভ্রমণের প্রথম দিন।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ব্লগার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আশা করি আপনাদের দিনকাল ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি আপনাদের দোয়ায় সৃষ্টিকর্তার অসীম রহমতে। আমি @samhunnahar আমি আপনাদের সাথে প্রতিনিয়ত ব্লগিং করি বাংলাদেশের সর্ব দক্ষিণাঞ্চল কক্সবাজার শহর থেকে। বাংলা ভাষায় ব্লগিং করতে পেরে খুব বেশি ভালো লাগে। কারণ বাংলা ভাষার মাধ্যমে নিজের মনের ভাষা গুলো সবার মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা সম্ভব হয়। তো বন্ধুরা সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। বলতে গেলে একদম একটিভ থাকতে পারিনাই আজকে সারাদিন। যখন ফ্রি হয়ে গেলাম তখন উপস্থিত হয়ে গেছি আপনাদের সাথে একটি নতুন ব্লগ শেয়ার করার জন্য।

P.jpg

P3.jpg

আপনারা অবশ্যই শিরোনাম দেখে বুঝতে পেরেছেন আমি আজকে আপনাদের সাথে কি বিষয় শেয়ার করব। হ্যাঁ আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে রাঙ্গামাটি ভ্রমণের পর্ব। অবশ্যই আপনারা অনেকেই জানেন পরিবারকে নিয়ে কিছুদিন আগে আমরা রাঙ্গামাটি ভ্রমণে গিয়েছিলাম। যদিও আমাদের যাওয়ার প্ল্যান ছিল সিলেটে যাওয়ার। কিন্তু প্ল্যান চেঞ্জ করে আমরা রাঙ্গামাটিতে চলে গেলাম। যেহেতু এখন নির্বাচন চলতেছে তাই আর ঝামেলা করি নাই। হয়তো নির্বাচনের পরে পরিবেশ ঠিক হয়ে গেলে সিলেট ভ্রমণে যাব। আমরা রাঙ্গামাটি যাওয়ার পরেই সেদিন অনেক রাত হয়ে যায়। রাঙ্গামাটিতে আমরা সোনার বাংলা হোটেলে রুম বুকিং করে রাখি আগে থেকে। তো আমরা সবাই রুমে চলে গেলাম যার যার মত। যেহেতু আমরা দুই ফ্যামিলি গেছিলাম সেখানে।

P1.jpg

P2.jpg

রাতে ডিনার করে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে উঠে প্রস্তুতি নিয়ে আমরা রাঙ্গামাটি লেক ভ্রমণে যাব। তো সকালে বাচ্চাদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া শেষ করলাম। আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তবে আগে থেকে বোট ঠিক করে রেখেছিল। তাই আমরা ঘাটে যাবার সাথে সাথে রওনা দিয়ে দিলাম। ফটোগ্রাফির মাধ্যমে আপনারা দেখতেই পাচ্ছেন অবশ্যই অবতরণ ঘাট কি সুন্দর। এই ঘাট থেকে অবশ্যই রাঙ্গামাটির লেক ভ্রমণের যাত্রা শুরু হয়। যদিও অন্য একটি ঘাট আছে অনেক বেশি ভিড় সেখানে। তাছাড়া পরিবেশটাও তেমন ভালো না। তাই আমরা এই ঘাটে এসেছি এখানে একটু নিরিবিলি পরিবেশে বেশ ভালই লাগে।

P4.jpg

P5.jpg

আমরা বোটে উঠে গেলাম। অবশ্যই আপনারা বুঝতে পারছেন সুন্দর একটি পরিবেশে আমরা ভ্রমণ করেছি। আসলে না দেখলে বোঝা যায় না কোন জায়গা কেমন সুন্দর। আমি রাঙ্গামাটি ভ্রমনে যেয়ে বুঝতে পেরেছি আসলে সৃষ্টি কর্তার দানএ বং সৃষ্টিকর্তার সৃষ্টি এত সুন্দর দেখে মুগ্ধ হওয়ার মত। এত বড় লেক এত বড় দ্বীপ আসলেই বলা যাবে না এর বর্গমাইল কত। কারণ অনেক বড় একটি জায়গা জুড়ে লেক এবং দ্বীপ অবস্থিত। যদিও বদ্ধ একটি পরিবেশ পানির চলাচল নেই। কিছুদূর যেয়ে অনেক বড় বড় একটি পাহাড়। সেই পাহাড় গুলোতে মানুষের জনবসতি। আবার দেখবেন সেই পাহাড়ের চারপাশে লেক দিয়ে বেষ্টিত।

P6.jpg

P9.jpg

বিশেষ করে সেখানে পাহাড়ি উপজাতিরা বসবাস করেন। তাদের জীবন জীবিকা হচ্ছে পাহাড়ের মধ্যে। এবং এই লেক দিয়ে তারা দিনের সময় যাতায়াত করেন রাঙ্গামাটি শহরে। আমি আপনাদের সাথে ধাপে ধাপে বিস্তারিত শেয়ার করব ব্লগিং গুলো। কত সুন্দর একটি মুহূর্ত ছিল আমাদের। আমি মনে করি খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ হয়ে গেল। কারণ এর মাধ্যমে অনেক কিছু জানার ছিল। অনেক কিছু শেখার ছিল এবং অনেক কিছু দেখার ছিল। আমি মনে করি বাংলাদেশের ভিতরে যদি আমরা এমন সুন্দর দৃশ্য দেখতে পারি তাহলেই রাঙ্গামাটির শহর যথেষ্ট। কারণ এখানে একদিনে ভ্রমণ করে শেষ করা যাবে না। কিংবা ২-৩ দিন ভ্রমণ করে শেষ করা যাবে না। এক একটি দ্বীপের পরিবেশ এতই সুন্দর মন চাই সেখানে থেকে যায়।

P7.jpg

P8.jpg

কারণ কিছুদূর পরপর একটি বড় দ্বীপ এবং চারপাশে লেক। আবার বড় দ্বীপ আবার চাপাশে লেক এক একটি পাহাড়ের মধ্যে এক এক ধরনের জীবন যাত্রা রয়েছে। তো সুন্দর করে যদি পরিবেশ গুলো উপভোগ করার মত সময় থাকে তাহলে একটি পাহাড়ের মধ্যে একদিন সময় চলে যাবে। কারণ এত সুন্দর এত সুন্দর বলার মতই না। কারণ একদম দূর থেকে দেখা যায় ওই যে ভারতের শেষ সীমান্ত। এছাড়া দূর থেকে দেখা যায় মায়ানমারের সীমান্ত। যদিও জিজ্ঞেস করেছি লেক দিয়ে মায়ানমার কিংবা ভারতের সীমান্ত পাড়ি দেওয়া যাবে কিনা। কাছাকাছি যেতে হলে অনেক দিনের সময়ের নাকি প্রয়োজন হয়।

P10.jpg

সেখানে লেক এর কোন শেষ নেই লেক এবং পাহাড় সবকিছু মিলিয়ে অনেক বড় একটি জায়গা। ভীষণ ভালো লেগেছিল। সেই ফটোগ্রাফি গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। বিস্তারিত আমি আপনাদের সাথে ধাপে ধাপে ব্লগিংয়ের মাধ্যমে শেয়ার করব। সাথে থাকবেন বন্ধুরা সবাই।


24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Eh2qs4cCyucf3FD7ahStNw2cTHPk2QiaQacbQjJNEWnuhyjY1PXfUUMr27ifyD15nkQhFHksgx6bm9BxYLdCkQDMy8JhQrktZHYy6njdzRU4bQ9b1d2xjCdoVzCDDY85pLPq2s7FhKBwPjpuHdozHaReDxEaFH2aYse13zaqogf9utVshuSban6ex1saRA.png

ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
Locationকক্সবাজার টু রাঙ্গামাটি
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিট্রাভেলিং


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার লেখা পড়ার জন্য।

268712224_305654151337735_1271309276897107472_n.png

🥀আল্লাহ হাফেজ সবাইকে🥀


আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে অনেক ভালবাসি। রান্না করতে আমি অনেক পছন্দ করি। তাছাড়া সময় পেলে ভ্রমণ করি আর প্রকৃতিকে অনুভব করি। ফটোগ্রাফি করতে আমার ভীষণ ভাল লাগে। আমি মাঝে মাঝে মনের আবেগ দিয়ে কবিতা লেখার চেষ্টা করি। আমার প্রিয় শখের মধ্যে তো গান গাওয়া অন্যতম। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের/ভালবাসার কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

Polish_20230713_210902326.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

রাঙ্গামাটি ভ্রমণের প্রথম দিনের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। রাঙ্গামাটি আমার পছন্দের একটি জায়গা। পরিবার নিয়ে বেশ সুন্দর সময় উপভোগ করেছেন। এমন জায়গায় ঘুরতে গেলে এমনিতেই ভীষণ ভালো লাগে। ভালো লাগলো আপু। আপনার পুরো পরিবারের জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জায়গাটি বেশ সুন্দর ভাইয়া। সরাসরি দেখলে বোঝা যায় কত সুন্দর। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভ্রমণ করতে কার না ভালো লাগে। সুযোগ পেলেই মন চায় ছুটে যায় যে কোন দেখার মত স্থানে। আজকে আপনি বেশ চমৎকার ভ্রমণ বিষয়ে পোস্ট শেয়ার করেছেন আমাদের মাঝে। যেখানে লক্ষ্য করে দেখলাম সুন্দর রাঙ্গামাটির চিত্র ফুটে তুলেছে পোস্টের মাঝে। আশা করি অনেক আনন্দঘন মুহূর্ত অতিবাহিত করেছেন এভাবে।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভ্রমণ বিষয়ক পোস্ট পড়ে ভালো লাগার জন্য।

 2 years ago 

আমার খুব ইচ্ছে ছিল এই শীতে রাঙ্গামাটি যাওয়ার, পরবর্তীতে প্লান ক্যান্সেল হয়ে যায়। যাই হোক ইউনিভার্সিটি থেকে একটা টুর প্লান করা হয়েছে সেটা রাঙ্গামাটি সম্ভব নয় তাই এ বছর আর যাওয়া হলো না, খুব ভালো লাগলো আপনার রাঙ্গামাটি ভ্রমণের অভিজ্ঞতা শুনে।

 2 years ago 

আশা করি সময় সুযোগ পেলে পরবর্তীতে যাবেন। অনেক সুন্দর একটি জায়গা ঘুরে আসেন।

 2 years ago 

ভ্রমণ করতেও যেমন ভালো লাগে ভ্রমন পোস্ট পড়তে ভালো লাগে। রাঙ্গামাটি আসলেই অনেক সুন্দর একটি জায়গা। একদম ঠিক বলেছেন সেখানে লেক আর লেক। আপনার ভ্রমণ পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় রইলাম

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভ্রমণ করলে অনেক কিছু জানা যায় ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে।