ফটোগ্রাফিঃ- সাতটি রেনডম ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম,

প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছে পরিবারের সবাইকে নিয়ে? সম্মানিত ব্লগার ভাই ও বোনেরা সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। চেষ্টা করি প্রতিনিয়ত ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সাথে পোস্ট শেয়ার করতে। যদিও মাঝে মাঝে এতো ব্যস্ততা এত খারাপ লাগে কিন্তু সেখান থেকেও সময় বের করে হাজির হয়ে যায় পোস্ট লিখে শেয়ার করে নিতে। আজকে বন্ধুরা আমি প্রতি সপ্তাহের মত একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করব। ফটোগ্রাফি করতে আমার অনেক ভালো লাগে। তা যে কোন ধরনের ভালো লাগার বিষয় হলেই ফটোগ্রাফি করার চেষ্টা করি। বলতে গেলে আমাদের কমিউনিটিতে এমন অনেক ভালো মানের ইউজার আছেন যাদের ফটোগ্রাফি গুলো দেখলে চোখ ফেরানো যায় না। সত্যি তাদের ফটোগ্রাফি ক্যাপচার করা এত সুন্দর যা সামান্য জিনিসকে অনেক সুন্দর করে ক্যাপচার করতে পারে।

f3.jpg

অবশ্যই কমিউনিটিতে যখন কাজ করতাম না তখন বুঝতাম না ফটোগ্রাফির মর্মতা কেমন। কমিউনিটিতে যখন থেকে কাজ করি তখন থেকেই ফটোগ্রাফির প্রতি আমার ঝোঁক অনেক বেশি বেড়ে যায়। তাই প্রতিনিয়ত চেষ্টা করি বাইরে বের হলে পছন্দের ফটোগ্রাফি গুলো ফোনের গ্যালারিতে করে নেওয়ার। তা প্রাকৃতিক দৃশ্যের হোক অথবা আকাশের ফটোগ্রাফি হোক। তাছাড়া ও ফুলের ফটোগ্রাফি হলে আরো অনেক বেশি ভালো লাগে। তবে সব সময় ফটোগ্রাফি করার সুযোগ হয় না সুন্দর কোন দৃশ্য দেখলেও। কারণ পরিবেশ পরিস্থিতি সবকিছু বুঝেই ফটোগ্রাফি গুলো করতে হয়। যাক বন্ধুরা সেদিকে আর যাচ্ছি না। বন্ধুরা আজকে আমি সাতটি রেনডম ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার আজকের শেয়ার করা প্রতিটি ফটোগ্রাফি আপনাদের ভালো লাগবে। তাহলে শেয়ার করে নেওয়া যাক—

প্রাকৃতিক দৃশ্যঃ-

আমরা প্রকৃতিতে বসবাস করি। প্রকৃতি হচ্ছে আমাদের চিরসঙ্গী। আমরা বিভিন্নভাবে প্রকৃতির মধ্যে সময় কাটাতে চাই। আমরা বিভিন্নভাবে প্রকৃতিকে উপভোগ করতে পারি। সবুজ প্রকৃতি বলেন, সমুদ্র সৈকতে বলেন কিংবা পাহাড়ে যায় না কেন যেদিকে তাকাই খুব ভালো লাগে। এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি গ্রামে যাওয়ার সময় ফটোগ্রাফি নিয়েছিলাম দেখতে খুবই সুন্দর একটি জায়গা।

f2.jpg

জবা ফুলঃ-

আমার কাছে যে কোন ফুল দেখতে খুব ভালো লাগে। তবে আমাদের দেশের কমন একটি ফুল হচ্ছে জবা ফুল। যদিও কমন ফুল এই গাছকে যদি একবার সুন্দর করে রোপন করে বড় করা যায় তবে সারা বছর ফুল দেয়। এত ভালো লাগে বাড়ির আঙ্গিনায় এমন সুন্দর একটি গাছে ফুল থাকলে। এই সুন্দর ফুলের ফটোগুলো আমি ফুলের বাগান থেকে করেছিলাম। ইনানী রয়েল টিউলিপ এরিয়ার ফুলের বাগান থেকে নিয়েছিলাম জবা ফুলের ফটোগ্রাফি।

f6.jpg

রঙ্গন ফুলঃ-

রঙ্গন ফুল ও এমন একটি ফুল যা সব সময় সব জায়গায় দেখা যায়। যে কোন ফুল বাগানে আমরা রঙ্গন ফুল দেখতে পাই। রংবেরঙেরের ফুল দেখতে খুবই সুন্দর হয়। রঙ্গন ফুলের এত সুন্দর কালার গুলো খুবই ভালো লাগে। আমি আজকে রঙ্গন ফুলের যে ফটোগ্রাফি গুলো শেয়ার করেছি তা সমুদ্র সৈকতের পাশাপাশি জল তরঙ্গ রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম।

f .jpg

সূর্যাস্তের দৃশ্যঃ-

আমি আগেও বলেছি আমাদের প্রকৃতি খুবই সুন্দর। আমরা যখন যেভাবে প্রকৃতিকে উপভোগ করি না কেন সব সময় আমরা প্রকৃতির থেকে অনেক কিছু দেখতে পাই অনেক কিছু উপলব্ধি করতে পারি। সমুদ্র সৈকতের কিনারে গেলে সূর্যাস্তের দৃশ্যটা এত সুন্দর ভাবে উপলব্ধি করা যায় যা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত সুন্দর দৃশ্যগুলো আমি কক্সবাজার সমুদ্র সৈকতের পাশ থেকে নিয়েছিলাম। বিকেল বেলায় সূর্য অস্ত যাওয়ার সময় বেশ ভালোভাবে উপভোগ করতে পেরেছিলাম।

f4.jpg

সবুজ প্রকৃতিঃ-

আমাদের গ্রাম বাংলার প্রকৃতি খুবই সুন্দর। সবুজ প্রকৃতি আমার অনেক ভালো লাগে। সবুজ প্রকৃতি বলতে আমরা সবুজ গাছপালা, শাকসবজি, ধান চাষ সবকিছুকে বুঝিয়ে থাকি। এত সুন্দর দৃশ্য আমাদের গ্রামের পাশাপাশি একটি ধানের মাঠ থেকে নিয়েছিলাম। এই বড় বিলের মধ্যে অনেক বড় ধান চাষের মাঠ রয়েছে। যেখানে কৃষকেরা ধান চাষ করে তাদের জীবিকা গুলো নির্বাহ করে থাকে। চলতি পথে আমি এই ফটোগ্রাফি নিয়েছিলাম যা আপনাদের সাথে শেয়ার করার সুযোগ হলো।

f1.jpg

মধু ফুলঃ-

এই ফুল আপনারা অবশ্যই সবাই চিনে থাকেন। এই মধু ফুল আমাদের গ্রাম বাংলার কমন একটি ফুল। বিশেষ করে গ্রামের পরিবেশে অনেক বেশি দেখা যেত আগে। আমাদের বাড়িতেও অনেক বড় একটি গাছ ছিল মধু ফুলের। তবে সেই গাছটি এখন নেই যখন আমি গ্রামে থাকতাম তখন আমাদের বাড়ির আঙিনায় অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান ছিল। আজকের এই ফটোগ্রাফির মাধ্যমে সেই সুন্দর স্মৃতি গুলো আমার মনে পড়ে গেছে।

f5.jpg

কাঠগোলাপ ফুলঃ-

বর্তমানে আমরা যতই ফুল দেখি না কেন তার মধ্যে অন্যতম হচ্ছে কাঠগোলাপ ফুল। এতই ভালো লাগে দেখতে আমার সত্যিই দেখলে মুগ্ধ হয়ে যায়। সৃষ্টিকর্তার কি অপরূপ সৃষ্টি একটি ফুলের মধ্যে দুটি কালার যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা। বিশেষ করে কাঠগোলাপ ফুলের এত সুন্দর মিশ্রিত কালার আমার খুব ভালো লাগে। এই হলুদের মাঝে সাদা যেন খুব সুন্দর কম্বিনেশন। সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু করতে পারেন। এত সুন্দর ফটোগ্রাফি আমি ফুলের বাগান থেকে নিয়েছিলাম।

f3.jpg


268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
লোকেশনকক্সবাজার
ক্যাটাগরিরেনডম ফটোগ্রাফি।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Banner_PUSS2.png

Sort:  
 last year 

প্রাকৃতিক দৃশ্য এবং সবুজ প্রকৃতি টা অসাধারণ ছিল আপু। পাশাপাশি কাঠগোলাপ জবা এবং অন্য ফুলের ফটোগ্রাফি গুলো চমৎকার করেছেন। সবমিলিয়ে ‍দারুন ছিল আপনার ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 last year 

প্রাকৃতিক দৃশ্য গুলো আমার কাছেও অনেক ভালো লাগে ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 last year 

অনেক সুন্দর কিছু ফটোগ্রাফি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে কার্ড গোলাপের ফটোগ্রাফি এবং মধু ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুবই ভালো লেগেছে।

 last year 

ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

আপনার ধারণ করার রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে খুব ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন রেনডম ফটোগুলো। চমৎকার এই ফটোগুলো দেখে খুশি হলাম। যেখানে আকাশ ফুল পানে প্রাকৃতিক পরিবেশ ফসল সবকিছু শোভা পেয়েছে।

 last year 

আমি মনে করি ফটোগ্রাফি দেখা একটা বিনোদন। আপনি ফটোগ্রাফি দেখে খুশি হলেন তাতে ভালো লাগলো।

 last year 

অসাধারণ কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। কাঠগোলাপ ফুলের ফটোগ্রাফি টা বেশ ভালো লাগলো দেখে। খুব সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি গুলো ক্যাপচার করেছেন। সবুজ প্রকৃতির ফটোগ্রাফি টাও অসাধারণ হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 last year 

আপু ফটোগ্রাফি গুলো দেখে গঠনমূলক মতামত শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

খাঁটি কথা বলেছেন, এখানে ব্লগিং করার কারণে আমরা প্রতিনিয়ত অনেক কিছু শিখি৷ বিশেষ করে অনেকের ক্ষেত্রেই দেখেছি যেমন তেম্ন ফটোগ্রাফি করলেও এখানে সবার দেখে বা নিজের আগের থেকে বর্তমানে আরও ভালো করার ইচ্ছেতে ক্রমশ উন্নতির দিকে এগোই৷

আপনার প্রতিটা ছবিই অপূর্ব হয়েছে৷ রঙ্গনে ভরে গেছে পুরো। আর এই রঙের থোকা জবাটা কী যে ভালো লাগে। উফফ দারুণ সব ছবি৷

 last year 

সত্যি দিদি এখানে যতদিন কাজ করতেছি ততই শিখতেছি। আমি মনে করি এখান থেকে আমরা অনেক কিছু অর্জন করতেছি প্রতিনিয়ত।

 last year 

তাই তো। রোজই শিখি।

 last year 

চমৎকার সব ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছে। বিশেষ করে গ্রাম বাংলার সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যময় ফটোগ্রাফিটি এবং কাঠগোলাপের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত শেয়ার করে আমাকে সহযোগিতা করার জন্য।

 last year 

আপু আপনি দেখছি আজকে বেশ কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম সাজিয়েছেন। আপনার শেয়ার করা প্রতিটি ফটোগ্ৰাফী আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। বিশেষ করে আপনার শেয়ার করা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী গুলো একটু বেশি ভালো লেগেছে। আসলে আমি একজন প্রকৃতি প্রেমী মানুষ।আর ফুলের ফটোগ্রাফি ও অসাধারণ হয়েছে।

 last year 

অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে এত সুন্দর উৎসাহ পেয়ে বেশ ভালো লেগেছে।

 last year 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর রেনম ফটোগ্রাফি শেয়ার করেছেন আপু। আপনার এই সুন্দর রেনডম ফটোগ্রাফি গুলো দেখে আমি মুগ্ধ হয়েছি। যেখানে প্রাকৃতিক পরিবেশের সুন্দর চিত্র খুঁজে পেয়েছি এছাড়াও খুঁজে পেয়েছি সুন্দর সুন্দর ফুলের ছবি। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।

 last year 

আমার শেয়ার করা রেনডম ফটোগ্রাফি গুলো সময় দিয়ে দেখলেন। আপনার কাছে ভালো লাগার জন্য ধন্যবাদ।