আপনি এককথায় চোখ বন্ধ করে বলতে পারেন আমাকে একজন পান খাদক।দোকানের চারপাশ দেখেই বুঝতে পারলাম অনেক মজার হবে পান খেতে।আপনি তো নিজেই একা একা খান নাই সবাইকে বেশ ভালো পটিয়ে নিয়েছেন এক সাথে পান খাওয়ার জন্য।আসলে পান এমন একটা খাবার যা দেখলে লোভ সামলানো আমার কষ্ট হয়।এখন আপনার পানের পোস্ট দেখে আমার আবার পান খাওয়ার ইচ্ছে জেগেছে।সুন্দর মুহূর্তটি শেয়ার করেছেন অনেক ভালো লেগলো।
আরে বাহ্ বাহ্,,, যাক ভালো লাগলো যে আমার আপুর পছন্দের সাথে আমার টাও মিলে গেছে। আর আপু সবাইকে নিয়ে এক সাথে পান খাওয়ার মজাই আলাদা। আমরা তো সবসময় খাই না। মাঝে মধ্যে তাই এমন ব্যাপারগুলো খুব আনন্দ দেয়।