শুরুতেই যখন রোজা রাখছিলাম অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ বেশ ভালোই যাচ্ছিল। কয়েকদিন বৃষ্টি হওয়াতে আবাহাওয়াটা কিন্তু দারুন ছিল। যখন রমজানের মাঝামাঝি আসি তখন বুঝতে পারলাম এইবারের গরমের মাত্রা কেমন হবে। সত্যি এত লোডশেডিং এত গরম তার মাঝে আবার রোজার মাস সব কিছু মিলিয়ে অনেক অতিষ্ঠ হয়ে উঠেছে মানব জীবন। তার সাথে আবার ঈদের কেনাকাটা সবকিছু মিলিয়ে গরমের মাত্রাটা অনেক বেশি। সৃষ্টিকর্তার কাছে কামনা করি বৃষ্টি হয়ে যেন পরিবেশটাকে একটু শান্ত করে তোলেন।
আসলে,আমি ১ম দিকে ভাবছিলাম এবার রোজা একেবারে আরামে কাটবে।