আপনার লেখাগুলো পড়ে শুধু হাসি পাচ্ছে। আসলে ঠিক বলছেন কেউ কিসে আটকায় না আগলে রাখতে হয়। আপনার কথার সাথে আমি একমত। তবে ব্যাচেলররা বাজার করতে গেলে বেশি আটকাই সেটা ঠিক হা হা হা। স্টুডেন্ট লাইফ অনেক কষ্টের জীবন। কোন ইনকাম থাকে না রুচি সম্মত কিছু কিনতে গেলে তা ক্রয় করা সম্ভব হয় না। দারুন একটা টপিক্স নিয়ে আপনি আমাদের সাথে শেয়ার করলেন ভালো লাগলো পড়ে।