You are viewing a single comment's thread from:

RE: অতিরিক্ত আদর প্রিয় মানুষগুলোকে আলাদা করে দেয়

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলেই পৃথিবীটা এমনই কাউকে বেশি দিতে নেই। যত ম্যাপে দেবেন তত ভালো। যত আনলিমিটেড দেবেন ততই নিজের জন্যই খারাপ। ঠিক তেমনি আদর ভালোবাসা ও এমন। যখন অতিরিক্ত পেয়ে যাবেন তখনই মূল্যায়ন করবে না। সবকিছুর মধ্যে একটা দূরত্ব বজায় রাখা দরকার। সেটা যদি বাইন্ডিং চলে যায় তাহলে সে সম্পর্কের আর গুরুত্ব থাকেনা। অনেক ভালো লেগেছে ধন্যবাদ।