কত জনের মনে কত আশা থাকে কত স্বপ্ন থাকে। কারো স্বপ্ন বাস্তবায়িত হয় কারো স্বপ্ন স্বপ্নই থেকে যায়। জীবনে আশা করাটা খুবই ভালো। সেই অনুযায়ী পরিশ্রম করা ও ভালো। তবে অনেক সময় দেখা যায় আশা এবং পরিশ্রম দুটি থাকার সত্বেও ও সফল পাওয়া যায় না। জীবনে জয় পরাজয় থাকবে আসলে হতাশ হওয়া যাবে না অন্যদিকে প্র্যাকটিস করতে হবে। বেশ ভালো লিখলেন আপনি লেখাগুলো।
আপনাকে অনেক ধন্যবাদ আপু। আসলে জীবনে আশা যদি না থাকে তাহলে কোন কিছুই পাওয়া যায় না। শত নিরাশার মাঝেও আশা রাখতে হয়।