এটা একদম ঠিক বলছেন আপু। কালকে সারাদিন ব্যস্ত ছিলাম পোস্ট করতে পারি নাই। যখন রাতে পোস্ট করতে যাব দেখি যে সার্ভার সমস্যা। এমন মুহূর্তে কেমনটা লাগে বলেন মেজাজটা একদম খারাপ হয়ে গেছিল। অনেকবার ট্রাই করার পরেও সার্ভার যখন ঠিক হচ্ছেনা তখন ভেবে নিলাম যে ঘুমিয়ে পড়ি পোস্ট আর করা হবে না। হঠাৎ করে বারোটার দিকে দেখি সার্ভার ঠিক হয়ে গেল। এখন আরো বিরক্তিকর কারণ আগে যদি পোস্ট লিখে রাখতাম অথবা করে ফেলতাম তাহলে একটু চিন্তা মুক্ত থাকতাম। এত রাতে আবার কোন উপায় না দেখেই পাওয়ার আপ পোস্ট করে দিছি। অনেক সময় কাজ জমে থাকে অথবা অনেক বাড়তি কাজ থেকে যায় যখন সার্ভার সমস্যা করে সবকিছু এলোমেলো হয়ে যাই।