অনলাইনে কসমেটিক্স কেনার অভিজ্ঞতা সত্যিই বেশ সুবিধাজনক। ঘর বসে পছন্দের প্রোডাক্ট দেখে সহজেই অর্ডার করা যায়, আর সময়ও বাঁচে। তবে, পণ্যের গুণমান নিয়ে কিছুটা চিন্তা থাকে, কিন্তু যতটা সম্ভব রিভিউ দেখে কিনলে বেশ উপকারে আসে। আর পণ্য পৌঁছানোর পর যদি সব কিছু ঠিক থাকে, তাহলে মজাটা আরও বেড়ে যায়।তবে আমি অনলাইনে জামা কাপড় কেনাকাটা করি, কসমেটিক্স কখনো কেনা হয়নি । আপনার কসমেটিক্স কেনার অনুভূতি পড়ে ভালো লাগলো! ধন্যবাদ আপু।