You are viewing a single comment's thread from:

RE: মানুষ হয়েও যেন, মানুষ হতে পারলাম না

in আমার বাংলা ব্লগ4 months ago

এই লেখা আমাদের মনকে গভীরভাবে ভাবায়। সৃষ্টির সেরা জীব হওয়ার তকমা, যদি আমাদের মধ্যে বিবেক ও আত্মসম্মান না থাকে, তবে কীভাবে আমরা মানুষ হতে পারব? আজকাল যা ঘটছে, তা দেখে মনে হয় আমরা শুধু নামেই মানুষ, কিন্তু আমাদের কাজের মধ্যে পশুত্ব ফুটে উঠছে। সমাজে ঘটে চলা নৃশংসতা আর অমানবিক কাজগুলো যেন আমাদের মানুষের পরিচয়কে প্রশ্নবিদ্ধ করছে। আসলেই, আমাদের মাঝে যদি মানবিকতা, সম্মান এবং ভালোবাসা থাকে, তবে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কল্পনাতেও আসবে না। মানুষের মতো জীবনে বাঁচতে, আমাদেরকে নিজেদের বিবেক ও বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে হবে।