বাস্তব জীবনের অসংখ্য ওঠানামার মাঝখানে এক টুকরো আশার আলো। ভাইয়া আপনার লেখায় যে জীবন দর্শন ফুটে উঠেছে, তা শুধু অনুপ্রেরণা নয়, বরং আত্মবিশ্বাসের নতুন সংজ্ঞা শেখায়। লেখার মাঝে যে আন্তরিকতা আর বাস্তবতার মিশেল, সেটাই একে অসাধারণ করে তুলেছে। এমন সাহস জোগানো কথার আজ বড় দরকার। অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া ধন্যবাদ।