দাদা, আপনার ফটোগ্রাফি যেন কেবল চোখ নয়মনেরও ভ্রমণ।ছবির ফ্রেমে যেমন রঙ, আলো আর মুহূর্ত ধরা আছে, তেমনি লেখার ভিতর দিয়ে যেন সময় আর স্মৃতির নদী বয়ে চলে। দুর্গামূর্তির শিল্পচিন্তা, গঙ্গার ধারে সন্ধ্যার নরম আলো, বা মোমোর সাথে জড়িয়ে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা ।সব মিলিয়ে যেন এক মানবিক গল্পের ক্যানভাস। পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।