এই লেখাটি শুধু মজারই না, বাস্তব জীবনের এক চমৎকার শিক্ষা বহন করে। নামে নামের মিল যে এমন বিভ্রান্তি আর বিপদের কারণ হতে পারে, তা এতটা বাস্তব ও নাটকীয়ভাবে উপস্থাপন করেছেন যে একটানে পুরো লেখাটি পড়ে ফেললাম। গ্রামের জীবন, সম্পর্কের জটিলতা, এবং সহজ-সরল কথায় লেখা ,সব মিলিয়ে এক কথায় দুর্দান্ত।আসলেই, নাম রাখার সময় একটু আলাদা কিছু ভাবা দরকার নইলে 'জসিম' হয়ে 'জসিমের ভুলে' পুলিশি হেনস্থা কেউই ভুলবে না।