আপনার লেখাটি হৃদয় ছুঁয়ে গেল।মানুষের জীবনে ভালো কাজই চিরস্থায়ী ছাপ ফেলে।আপনি দারুণভাবে তা তুলে ধরেছেন।আজকের ভোগবাদী সমাজে এমন মানবিক বার্তা সত্যিই প্রয়োজন।জীবনের মূল উদ্দেশ্য যদি মানবতার সেবা হয়, তাহলে মৃত্যুর পরেও মানুষ বেঁচে থাকে।আপনার লেখনী খুবই প্রাঞ্জল ও ভাবনার খোরাক জাগানিয়া।খারাপের ভিড়ে ভালো মানুষ যেন হারিয়ে না যায়।এই কথাগুলো বারবার মনে করিয়ে দেয়।এমন শক্তিশালী বার্তা ও চিন্তাধারার জন্য আন্তরিক ধন্যবাদ।