কবিতাটি যেন এক নিঃশব্দ অনুভবের ভাষা। বাবাকে নিয়ে লেখা এমন গভীর ভালোবাসার কবিতা খুব কমই দেখা যায়। চুপচাপ ভালোবাসার প্রতিটি অভিব্যক্তি দিদি আপনি দারুণভাবে তুলে ধরেছেন। বিশেষ করে ‘তুমি যে কবিতা নও, তুমি তো পুরো একটা অধ্যায়’ এই লাইনটি হৃদয় ছুঁয়ে গেল। এমন সংবেদনশীল, গভীর ও বাস্তব অনুভূতিতে ভরা কবিতা আমাদের প্রতিদিনের সম্পর্ক গুলোর প্রতি নতুনভাবে ভাবতে শেখায়। অসাধারণ সৃষ্টি, অনেক ভালোবাসা রইল।"