দারুণ এক ছোট্ট স্মৃতির পরিপূর্ণতা। ❤️ শায়ান বাবুর নতুন সাইকেল পাওয়ার গল্পটা যেন সময়ের এক নিখুঁত চক্র। একসময় আপনি পেয়েছিলেন লাল রঙের সাইকেল, আর আজ বাবু পেলো ঠিক তেমনই এক লাল সাইকেল । যেন ভালোবাসা আর স্মৃতি প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে।সন্তানের মুখে হাসি ফোটানোই একজন বাবার সবচেয়ে বড় অর্জন । ভাইয়া আপনি তা সুন্দরভাবে তুলে ধরেছেন। ভিডিওটা দেখে বেশ ভালো লাগলো। শুভকামনা রইলো ছোট্ট শায়ান বাবুর জন্য।
ধন্যবাদ আপু, আমার অনুভূতি বুঝতে পেরে সুন্দর মন্তব্য করার জন্য।