You are viewing a single comment's thread from:
RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ৩৩০
হয়তো থেমে যাবে সব আয়োজন,
চুপসে যাবে দিনের সব প্রয়োজন।
মনের আঙিনায় জমবে অগণিত শূন্যতা,
আলো-অন্ধকারে ঘেরা নীরবতা।
কবির স্বপ্ন ভেসে যায় নিঃশব্দ স্রোতে,
জীবনের গান মিশে থাকে হাহাকার নোটে।
তবুও হৃদয়ে রবে আশার আলো,
শেষের ভেতরেও লুকিয়ে থাকে শুরুর কালো।